খুলনা বিভাগীয় ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গতকাল শনিবার থেকে ভূমিসেবা সপ্তাহ শুরু হয়েছে। উক্ত ভূমিসেবা চলবে আগামী ১৪ জুন পর্যন্ত। ভূমিসেবা সপ্তাহ উদযাপনে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’’। সে উপলক্ষে প্রধান অতিথি হিসেবে গতকাল সকালে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ ফিরোজ শাহ। উদ্বোধন শেষে প্রধান অতিথি অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, ২০৪১ সালের মধ্যে সুখী, সমৃদ্ধশালী, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে হয়রানিমুক্ত স্মার্ট ভূমিসেবা সপ্তাহ-২০২৪ উদযাপন করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে রূপান্তর করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। তারই প্রতিপাদ্য হিসেবে ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ ব্যবস্থা। অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারী, ই-পর্চা, অনলাইন জলমহাল ব্যবস্থাপনা, ডিজিটাল রেকর্ডরুম থেকে মৌজাম্যাপ ও পর্চা ডাকযোগে সরবরাহসহ বিভিন্ন সেবা ইতিমধ্যেই জনগণকে প্রদান করা হচ্ছে।