ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা শহরের ঢাকা রোড বাস স্ট্যান্ড সংলগ্ন নবগঙ্গা নদীর উপর সুইচগেটের পাশে রাস্তার এক অংশ গত রাতের ভারী বৃষ্টিপাতে ধসে পড়েছে নদী গর্বে । এতে যানবাহন চলাচল বিঘ্ন হচ্ছে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। গুরুত্বপূর্ণ এই মহাসড়ক দিয়ে সকাল থেকে দূরপাল্লার ভারী যানবাহন চলাচল করছে ঝুঁকি নিয়ে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে এলাকাবাসী । ভেঙ্গে যাওয়া রাস্তা দিয়ে রাত থেকে সকাল পযন্ত যানবাহন চলাচলের সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানবাহনের যানজট সৃষ্টি হয় । ব্রীজ সংলগ্ন এলাকার স্থানীয়রা জানিয়েছেন , এ মহাসড়ক দিয়ে প্রতিদিন যশোর, ঝিনাইদহ,সাতক্ষীরা,চুয়াডাঙ্গা,মেহেরপর,কুষ্টিয়াসহ খুলনা বিভাগের ১০ জেলার বাস, ট্রাক,লরি,পিকআপ চলাচল করে । তাছাড়া অনেক ট্রাক ভারী মালামাল নিয়ে এ মহাসড়কে প্রতিদিন চলাচল করে। ঢাকা-খুলনা মহাসড়কের জন্য এটি একটি গুরুত্বপূণ মহাসড়ক। পথচারী হুমায়ুন রশিদ বলেন, যানবাহনের পাশাপাশি প্রতিদিন এই মহাসড়ক দিয়ে শত শত অটো,ভ্যান,রিক্সা ও মোটর সাইকেল চলাচল করে । এছাড়াও খুলনা বিভাগের প্রবেশদ্বার বলা হয় এই সড়কটিকে। তাই যথাযথ কতৃপক্ষকে অতি দ্রুততার সাথে এ ব্রীজের উপর রাস্তার ভাঙ্গন কবলিত অংশটি মেরামত করা জন্য অনুরোধ জানাই। মাগুরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সরোয়ার জাহান সুজন জানান, অতি বৃষ্টির কারণে ব্রীজটির সাইড ওয়ালসহ রাস্তার কয়েক ফিট অংশ ভেঙে পড়েছে নদীর মধ্যে। ইতিমধ্যে অস্থায়ী সংস্কার কাজ শুরু হয়েছে। গত ২০১৯ সালের জুন মাসে ৬০ লক্ষ টাকা বরাদ্দ থাকলেও মাত্র কয়েক লক্ষ টাকা খরচ করে নিম্নমানের এই সাইড ওয়াল নির্মাণ করেন ঠিকাদার জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম।