সর্বজনীন পেনশন স্কিম বিধিমালার প্রজ্ঞাপন থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের নাম অন্তর্ভুক্তি অবিলম্বে প্রত্যাহারের দাবিতে সোমবার মানববন্ধন কর্মসূচি পালন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের আহ্বানে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের উদ্যোগে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘন্টা অদম্য বাংলা চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি ও বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সহ-সভাপতি উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উপ-রেজিস্ট্রার মোঃ শহিদুল আলম হাওলাদারের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন পরিষদের সহ-সভাপতি সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ শেখ সাঈদ আফতাব, উপ-রেজিস্ট্রার শেখ আরিফ নেওয়াজ, উপ-রেজিস্ট্রার তারিকুজ্জামান লিপন, উপ-রেজিস্ট্রার নুরুল ইসলাম সিদ্দিকী, সহকারী পরিচালক বিমান সাহা, সহকারী রেজিস্ট্রার সাঈদা আক্তার রিনি, কর্মচারীদের পক্ষে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর অমিতাভ ঘোষ, ড্রাইভার মোস্তফা জামাল। এছাড়াও খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান,শাখা প্রধানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা এ সময়ে উক্ত মানববন্ধনে অংশ গ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, সর্বজনীন পেনশন স্কিম পরিপূর্ণ সর্বজনীন নয়। উক্ত পেনশন স্কিমে পাবলিক বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত হলে শিক্ষকদের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীরাও চরম বৈষম্যের শিকার হবেন। সে কারণে অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উক্ত বৈষম্যমূলক স্কিমের আওতামুক্ত রাখা অতীব জরুরী বলে খুলনা বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন থেকে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানানো হয়।