কেএমপি’র খুলনা সদর থানার আওতাধীন দক্ষিণ টুটপাড়া এলাকায় এক ব্যক্তিকে হত্যার ঘটনায় তিন আসামীকে গ্রেফতার করা হয়। উক্ত হত্যার ঘটনায় গতকাল বুধবার দুপুরে খুলনা সদর থানা প্রঙ্গণে কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা, খুলনা সদর থানা এলাকায় গুলি করে হত্যার ঘটনায় জড়িত ৩ জন আসামিকে গ্রেফতার ও হত্যাকান্ডে ব্যবহারিত অস্ত্র-গুলি, চাকু, গাঁজা উদ্ধার সংক্রান্ত ব্যাপারে প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমকর্মীদের সাথে এক প্রেস ব্রিফিং এ মিলিত হন। এ সময়ে কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা মহোদয় হত্যা সংক্রান্ত ব্যাপারে গণমাধ্যমকর্মীদের জানান, খুলনা মেট্রোপলিটন পুলিশ অপরাধ দমন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং নগরবাসীর সেবায় সর্বদাই তৎপর রয়েছে। তিনি এ সময়ে আরও বলেন, আপনারা জানেন আমরা বিগত কয়েক মাস থেকেই একের পর এক অস্ত্রধারী সন্ত্রাসী, নাশকতাকারী, স্বর্ণ চোরাচালানকারী, মাদক ব্যবসায়ী, জঙ্গি, অস্ত্র-গোলাবারুদ ব্যবসায়ী, চোরাই মোটরসাইকেল, জুয়াড়ি, বিকাশ এবং অনলাইন প্রতারণায় জড়িত প্রতারক, সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত, হত্যাকান্ডে জড়িত আসামী ও ভূমিদস্যুসহ সমাজের যারা প্রভাব বিস্তার করে নাশকতা সৃষ্টি করতে পারে এমন ব্যক্তিদের আমরা গ্রেফতারের জন্য সাঁড়াশী অভিযান পরিচালনা অব্যাহত রেখেছি। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার সন্ধ্যায় খুলনা সদর থানা পুলিশের কাছে একটি গোপন তথ্যের ভিত্তিতে সংবাদ আসে যে, খুলনা সদর থানাধীন দক্ষিণ টুটপাড়া জনকল্যাণ স্কুলের পূর্বপাশের ক্যালোরিন ফুড কর্ণার এর সম্মুখের ইটের সলিং রাস্তার উপর একজন ব্যক্তিকে অস্ত্রধারী সন্ত্রাসীরা গুলি করে ফেলে রেখেছে। অতঃপর গুলির শব্দে স্থানীয় এলাকাবাসী তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে মোঃ রনি সর্দার নামক একজন যুবককে গুলিবিদ্ধ অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে। পরবর্তীতে খুলনা থানাকে অবহিত করলে তাৎক্ষণিক একটি চৌকস টিম ঘটনা স্থান পরিদর্শন করে। এ সময়ে স্থানীয় প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পুলিশ জানতে পারে যে ৭/৮ জনের একটি অস্ত্রধারী সন্ত্রাসীদল রনিকে গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। উক্ত ঘটনায় গুলিবিদ্ধ যুবক রনিকে পুলিশ ও স্থানীয় এলাকাবাসীদের সহযোগিতায় জরুরী ভিত্তিতে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। উক্ত ঘটনায় খুলনা সদর থানা পুলিশের একটি আভিযানিক চৌকস টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিকভাবে তদন্তে শুরু করে। প্রাথমিক তদন্তে ঘটনার সাথে জড়িত আসামীদের নাম পাওয়া গেলে খুলনা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা এবং আভিযানিক টিমের যৌথ অভিযানে চেকপোস্ট ও সাঁড়াশী অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত ৩ জন আসামিকে মহানগরীর বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। সংক্রান্ত ব্যাপারে বুধবার রনি সর্দার নামক যুবককে গুলি করে হত্যার ঘটনায় ভিকটিমের মাতা মমতাজ বেগম থানায় ১৫ জন আসামীসহ অজ্ঞাতনামা আরোও ৫/৬ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করেন। উক্ত প্রেস বিফ্রিংয়ে কেএমপি’র অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) এ,জেড,এম তৈমুর রহমান, অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড সিপি) মোহাঃ আহসান হাবীব, পিপিএম, সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) গোপীনাথ কানজিলাল এবং খুলনা থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন খাঁন, এসআই সুকান্ত দাসসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীদণ এ সময়ে উপস্থিত ছিলেন।