সৌদি আরবে কারখানায় আগুন লেগে মারা যান মাদারীপুর জেলার কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কোলচরী স্বস্থাল এলাকার জুবায়ের ঢালী (৩৮)। মৃত্যুর ২৬ দিন পর নিজ বাড়ীতে লাশ এসে পৌছাতে কান্নায় ভারী হয়ে উঠে পুরো এলাকা। এবং নিজ বাড়ীতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় জুবায়েতকে। নিহত জুবায়েত ঢালী মাদারীপুর জেলার কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কোলচুরি সস্তাল এলাকার ইউনুস ঢালীর বড় ছেলে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার(১৫ জুলাই) বিকেলে সৌদি আরবে কারখানায় আগুন লেগে মারাযান জুবায়েত ঢালী, কালকিনি উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা ও মাদারীপুর জেলা প্রশাসকের অসহায়তায় মৃত্যুর ২৬ দিন পরে জুবায়েতর লাশ পৌছালো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষারত জুবায়েতের বাবার হাতে। পরিবার সুত্রে জানাযায়, কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কোলচরী স্বস্থাল এলাকার জুবায়ের ঢালী ২০২১ সালে সৌদি আরব যান। যাবার সময় প্রবাসী কল্যান ব্যাংক থেকে ৩ লাখ টাকাসহ আত্মীয়-স্বজনদের কাছ থেকে আরো টাকা নিয়ে জীবনের চাকা ঘোরাতে বিদেশ যান। পাচ ভাই বোনদের মধ্যে জোবায়ের বড়। তাছাড়া বিয়ের পর দুই সন্তানের জন্ম হয়। ছেলে আব্দুল্লাহ (৬) ও মেয়ে আয়শার (৪) সুন্দর জীবন দেয়াসহ বাবা-মা, ভাই-বোনদের কথা চিন্তা করে ধার দেনা করে বিদেশ যান। অভাবের সংসারে একটু ভালো থাকার আশায়। সৌদি আরব গিয়ে আল আহসা শহরের হুফুফ ইন্ড্রাস্ট্রিয়াল সিটি এলাকায় একটি সোফা কারখানায় কাজ নেন তিনি। ভালোই যাচ্ছিল দিন। একটু একটু করে লোনও শোধ করতে ছিলেন। কিন্তু শুক্রবার (১৪ জুলাই) বিকেলে ঐ কারখানাতে আগুন লেগে মারা যান জুবায়েত, নিহতের স্ত্রী শারমিন বেগম বলেন, আমার তো সব শেষ হয়ে গেলো। আমার দুই ছেলে-মেয়ে এতিম হয়ে গেছে। ওরা এত ছোট বয়সেই বাবাকে হারালো। আমি এই বাচ্চাদের কিভাবে বড় করবো। সরকারের কাছে দাবী ছিল আমার স্বামীর লাশ দেশে আনার ব্যবস্থা করে দেয়ার সেটা করে দিয়েছে এরজন্য সরকারকে ধন্যবাদ তবে আমার এই পরিবার আমার সন্তানদের নিয়ে কিভাবে বাঁচব তার একটা ব্যবস্তা করে দিলে অনেক উপকৃত হতাম। নিহত জুবায়েরর পিতা ইউনুস ঢালী জানান, আমি বড় আসা করে ছেলেকে ধার দেনা করে বিদেশে পাঠিয়েছিলাম কিন্তু সন্তান আসলো লাচ হয়ে। আমার সব স্বপ্ন শেষ এখন ওর সন্তানদের একটা ব্যবস্থা হলে শান্তি পেতাম। কালকিনির আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহিদ পারভেজ বলেন, নিহতের পরিবারকে সব ধরণের সহযোগিতা করার কথা বলেছি ইনশাআল্লাহ করবো। কালকিনি উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা বলেন,লাশ আসছে আমরা জানতে পেরেছি। আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিক ভাবে সহযোগিতা করা হয়েছে।