একটি দেশের অর্থনীতির চালিকাশক্তি ঐ দেশের দক্ষ বন্দর ব্যবস্থাপনা। আধুনিক বিশ্বে দক্ষ বন্দর ব্যবস্থাপনার সরকারি বেসরকারি অংশীদারিত্ব দায়িত্ব একটি গুরুত্বপূর্ণ নিয়ামক। বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনায় বেসরকারি অংশীদারিত্বের বিষয়টি একটি দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও চ্যালেঞ্জ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ অত্যন্ত দক্ষতার সাথে উক্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল অপারেশন ও ব্যবস্থাপনায় সৌদি আরব ভিত্তিক বেসরকারি গ্লোবাল টার্মিনাল অপারেটর আর এস জি টি আই কে সম্পৃক্ত করেছে। মাতারবাড়ি গভির সমুদ্র বন্দর প্রকল্পটি দেশের অর্থনীতিতে প্রাণ সঞ্চার করবে। মঙ্গলবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এসএম মনিরুজ্জামান বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। এ সময় বন্ধের চেয়ারম্যান আরো বলেন বিশ্বের শীর্ষ স্থানীয় টার্মিনাল অপারেটর এ পি এম এর সাথে সরকারি বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে লাল দিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে নিয়োজিত ট্রানজেকশন অ্যাডভাইজার কার্যক্রম পরিচালনা করা হয়েছে আশা করা যায় আগামী ছয় মাসের মধ্যে কন্সেশন চুক্তি স্বাক্ষর করা সম্ভব হবে। কভিট অতিমারি রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও পরবর্তীতে মধ্যপ্রাচ্যের সংকটের কারনে সৃষ্ট বৈশ্বিক অর্থনীতির অস্থিরতা এবং উচ্চমূল্য স্ফীতি বাংলাদেশের অর্থনীতিতে প্রতিফলিত হচ্ছে। এই প্রতিকূল অবস্থার সত্ত্বেও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তার দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে কার্গো ও কন্টেইনার হ্যান্ডেলিং এর ধারাবাহিকতা বজায় রেখেছে। গত তিন মাসে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডেলিং হয়েছে ৮ লক্ষ ৩০ হাজার ৫৮২ টিই ইউএস। যা বিগত বছরের একই সময়ের চেয়ে ৭৬ হাজার ৯৮৬ টিইউএস বেশি। গত বছরের একই সময়ের চেয়ে কন্টেইনার হ্যান্ডেলিং এ দশ দশমিক ২২ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। গত ১৬ জুলাই চট্টগ্রাম বন্দরে ৪৫.৫ হাজার কন্টেইনারের স্থিতি ছিল। অর্থাৎ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মোট ধারণ ক্ষমতার প্রায় ৮৫% , occupied ছিল। তিনি আরো বলেন পাকিস্তানের করাচি বন্দর থেকে লাইনার সার্ভিসেস মাধ্যমে প্রথমবারের মতো ১১ই নভেম্বর ২০২৪ এইচ এস শিপিং লাইনের অধীনে এমবি ইয়াং এক্সি নাক ফা জাহান নামীয় জাহাজের মাধ্যমে ৩২৮টি কন্টেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে আগমন করে এবং ১২ ই নভেম্বর ২০২৪ কন্টেইনার খালাস করে চট্টগ্রাম বন্দর ত্যাগ করে। জাহাজটি মূলত দুবাইয়ের যেমন আলী বন্দর থেকে যাত্রা আরম্ভ করে মধ্যবর্তী করা আছে বন্দর হয়ে চট্টগ্রাম বন্দরে আগমন করে। মতবিন আমার সবাই উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সম্মানিত সদস্য ও বিভাগীয় প্রধান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। মত বিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন চট্টগ্রাম বন্ধ কর্তৃপক্ষের চেয়ারম্যান এস এম মনিরুজ্জামান।