মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা নদীতে ঝোপ দেওয়ার ফলে দেশি মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে। এতে সাধারণ জেলেরা বঞ্চিত হচ্ছে নদীর মাছ ধরে জীবিকা নির্বাহ থেকে। স্থানীয়দের অভিযোগ, নদীতে ঝোপের মাধ্যমে মাছ শিকারে সরাসরি জড়িত স্থানীয় প্রভাবশালী কতিপয় ব্যক্তিরা। সরেজমিন দেখা গেছে, গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায়পাড়া ও মুদারকান্দি গ্রাম সংলগ্ন মেঘনা নদীর বিভিন্ন জায়গায় অবৈধ ঝোপ দিয়ে চলছে মাছ শিকার। জানা গেছে, ঝোপ তৈরির শুরুতে নদীতে গাছের ডালপালা ফেলা হয়। পরে চারদিকে বাঁশের বেড়া ও কচুরিপানা দেওয়া হয়। এটাকে স্থানীয়ারা বলে ঝোপ। এভাবেই চলে পোনাসহ মাছ শিকার। গজারিয়া উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, মেঘনা নদীর বিভিন্ন স্থানে প্রায় শতাধিক ঝোপ আছে। তবে এলাকাবাসী ও মৎস্য জীবীদের হিসেব অনুযায়ী, মেঘনায় কমপক্ষে দুই শতাধিক ঝোপ রয়েছে। গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার কোহিনূর আক্তার জানান, নদীতে অবৈধ ঝোপ ঝাড়ের সমস্যাটি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছি। খুব শিগগিরই এগুলো অপসারণে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।