রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের সাবেক এমপি মসিউর রহমান রাঙ্গা ও আসাদুজ্জামান বাবলুসহ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির ৩৯ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে আরো প্রায় ২৫০ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে থানায় মামলা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাধা ও গঙ্গাচড়া বিএনপি পার্টি অফিস ভাঙচুর, লুটপাট, ছিনতাই এবং সাধারণ মানুষকে হয়রানিমূলক মামলা দেওয়ার অভিযোগ এনে গঙ্গাচড়া মডেল থানায় সোমবার এ মামলা করেন তাঁতি দল গঙ্গাচড়ার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল বাবু। মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান। মামলার অন্য আসামির মধ্যে রয়েছেন সাবেক এমপি মসিউর রহমান রাঙ্গার ছেলে জিতু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মতিন অভি, গজঘণ্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী, গঙ্গাচড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু, মর্ণেয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুুর রহমান, যুবলীগ নেতা আতাউর রহমান ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাজালাল। মামলার অভিযোগে উল্লেখ করা হয়, আসামিরা ১৪ দলীয় মহাজোটের আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থক। বিগত সরকারের ১৫ বছর সময়ে এলাকার আইন শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডসহ রাজনৈতিক শান্তিপূর্ণ কর্মসূচি পালনে বাধা দান, বাকস্বাধীনতা খর্ব, দলীয় কার্যালয়ে হামলা, নেতাকর্মীদের মিথ্যা মামলা দায়ের করে হয়রানিসহ প্রকাশ্যে জীবননাশের হুমকি এবং নানাভাবে দমন-পীড়নমূলক অন্যায় অত্যাচার করেছে। সর্বশেষ গত ১৯ জুলাই গঙ্গাচড়া বিএনপি কার্যালয় ভাঙচুরসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শনের সময় আসামিরা হামলা চালায় এবং লুটপাট ও ছিনতাই করে।