ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে দৈনিক সকালের বাণীর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রংপুর পুলিশ কমিউনিটি সেন্টারে সকালের বাণীর দ্বিতীয় বর্ষে পদাপর্ণ উপলক্ষে এ সম্মেলনের আয়োজন করা হয়। দুটি পর্বে দিনব্যাপি সম্মেলনের প্রথম পর্বে ছিল ‘সংবাদের মানোন্নয়ন ও প্রযুক্তির ব্যবহারে সাংবাদিকতা’ শীর্ষক সেমিনার। দ্বিতীয় পর্বে প্রতিনিধিদের সমস্যা ও সম্ভাবনার গল্প শোনা, বর্ষসেরা প্রতিনিধিদের সম্মাননা প্রদান, সকল প্রতিনিধি ও কর্মীকে স্মারক, আইডি কার্ডসহ উপহার দেওয়া হয়। সকালের বাণীর প্রকাশক ও সম্পাদক মো. হযরত আলীর সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনে আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান তাবিউর রহমান প্রধান, দৈনিক সমকালের উত্তরাঞ্চলের জেষ্ঠ্য প্রতিবেদক লিমন বাসার। সম্মানিত অতিথি ছিলেন সিটি প্রেসক্লাব রংপুরের সাবেক সভাপতি ও সকালের বাণী পাঠক ফোরামের উপদেষ্টা স্বপন চৌধুরী ও সংগঠক সাইদুল ইসলাম সাথী। সকালের বাণীর প্রকাশক ও সম্পাদক মো. হযরত আলী বলেছেন, দশের লাঠি একের বোঝা। আপনারা সবাই আছেন বলে আমি আছি, সকালের বাণী এগিয়ে যাচ্ছে। আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের পথচলা সম্ভব নয়। সত্য ও বস্তুনিষ্ট সংবাদ দিয়ে আপনারা সহযোগিতা করলে আমরা আরও বহুদূর এগিয়ে যেতে পারবো। আমরা চাই সংবাদের প্রভাবে সমাজে পরিবর্তন আসুন সত্য সুন্দরের বাতাস লাগুক। সাংবাদিকদের প্রতি মানুষের আস্থা আরো বাড়ুক। সত্য, বস্তুনিষ্ট ও গ্রহণযোগ্য সংবাদ এবং সাংবাদিকতাই যে কোন পত্রিকার মানদণ্ড, এটিই একটি পত্রিকাকে এগিয়ে রাখতে পারে। তিনি আরও বলেন, অনুসন্ধানী সাংবাদিকতার প্রতি গুরুত্ব দিতে হবে। প্রতিদিনের ঘটনার বাইরে রিপোর্টাররা যেটা অনুসন্ধান করবে সেটা পাঠকের আগ্রহে থাকে। আমরা বেশি বেশি অনিয়ম, দুর্নীতির সংবাদ প্রকাশ করতে চাই। আমরা চাই গতানুগতিক রিপোর্টের পাশাপাশি অনুসন্ধানী সংবাদও হোক। বর্তমান সরকারের গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে। ইতোমধ্যে বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা ও সাইবার নিরাপত্তা আইন বাতিলের সিদ্ধান্ত হয়েছে। সরকার মুক্তগণমাধ্যম চর্চায় বিশ্বাসী। যারা এতদিন সংবাদ ও সাংবাদিকতাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে, এখন তাদের সেই আইন অকার্যকর হতে যাচ্ছে। এটা ভালো আইন ছিল না। সংবাদকর্মীরা এই আইনের বিপক্ষে আন্দোলন সংগ্রামও করেছে। বর্তমান সরকার সাংবাদিকবান্ধব বলেই সেই আইনের মারপ্যাচ থেকে সাংবাদিকেরা মুক্ত হতে যাচ্ছেন। এটা আমাদের সবার জন্য স্বস্তির সংবাদ। সংবাদের খুঁটিনাটি বিষয়ে বিশ্লেষণমূলক আলোচনা করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান তাবিউর রহমান প্রধান। তিনি সংবাদ সংগ্রহ, সম্পাদনা, প্রকাশ ও সমাজে এর প্রভাব বিষয়ে দীর্ঘ আলোচনা করেন। সংবাদের মূল ভিত্তি ও ব্যাকরণ বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করেন। তার বক্তব্যের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের অনিয়ম, দুর্নীতির পাশাপাশি সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক সাংবাদিকতায় বিষয়কগুলো স্পষ্ট হয়ে ওঠে।