কচুরির ফুলের রঙ্গিন সুন্দর্যে ভাসছে খালবিল।গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে রয়েছে অসংখ্য খাল-বিল। এরই মধ্যে জমে থাকা পানিতে ভাসছে কচুরিপানা। এর ফলে রঙিন হয়ে গেছে খাল-বিল। এই ফুলের সৌন্দর্য প্রকৃতিতে যোগ করেছে নান্দনিকতা।ছোটো বড়ো সকলেই ভালোবাসে এই ফুলকে। কচুরি ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়না এমন কেউ আছে বলে মনে হয়না। সরেজমিনে দেখা যায়,পলাশবাড়ী উপজেলার সব খাল-বিলে এখন কচুরি ফুলের সমাহার। সেখানে পানির ওপর বিছানো সবুজ পাতার ফাঁকে উকি দিয়ে থাকা সাদা ফুলের নয়নাভিরাম দৃশ্যে চোখ জুড়িয়ে যায়। দূর থেকে মনে হয় কেউ যেন সবুজ চাঁদরে ফুলের বিছানা পেতে রেখেছে। এর ফলে সৌন্দর্য বেড়ে গেছে এসব জলাশয়ের। কুসুমদহ বিলে সৌন্দর্য উপভোগ করতে আসা অনেকেই বলেন, এই হেমন্তে ফুটন্ত কচুরিপানা ফুল দেখে বেশ মুগ্ধ হয়েছি। খানিকটা দাঁড়িয়ে যেন হারিয়ে যাই প্রকৃতির মাঝে। বিশেষজ্ঞদের মতে, কচুরিপানা এক প্রকার ভাসমান জলজ উদ্ভিদ। বর্ষাকালে অত্যাধিক পরিমাণে জম্মায় এবং দ্রুত বংশবৃদ্ধি করে নদী-নালা, খাল-বিল, পুকুর ও জলাশয় ভরিয়ে তুলে। এ বিষয়ে পলাশবাড়ী কৃষি কর্মকর্তা ফাতেমা কাউসার মিশু বলেন কৃষিক্ষেত্রে এর যথেষ্ট উপকারিতা রয়েছে। কচুরিপানা থেকে এখন জৈব সার তৈরি হয়।