মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর এলাকায় ঢাকাগামী ইমাদ পরিবহনের বাস দুর্ঘটনার পেছনে ৩টি কারণ থাকতে পারে বলে মনে করছে পুলিশ।
আজ রোববার দুপুর ১টার দিকে মাদারীপুরের পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, ‘দুর্ঘটনার পেছনে ৩টি কারণ হতে পারে। সেগুলো হলো, বাসের চাকা ফেটে যেতে পারে, ভোর বেলার কারণে চালক ঘুমাতে পারেন এবং অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে।’
এদিকে ওই ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে।
আজ দুপুর ১টার দিকে মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন ডেইলি স্টারকে বলেন, ‘তদন্ত কমিটিকে ৩ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।’
তদন্ত কমিটিতে আছেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার, বিআরটিএর কর্মকর্তা ও অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের একজন কর্মকর্তা।
ড. রহিমা খাতুন আরও জানান, প্রত্যেক নিহতের পরিবারকে মরদেহ দাফনের কাজে ২৫ হাজার টাকা দেওয়া হবে।