ব্রাহ্মণবাড়িয়ায় কন্টেইনার ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। দুর্ঘটনার কারণে প্রায় আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে আপ লাইনে ঢাকা অভিমুখী ট্রেন চলাচল বন্ধ আছে।
বুধবার (২০ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে সদর উপজেলার বড়হরণ এলাকায় যাওয়ার পর ট্রেনটি লাইনচ্যুত হয়। তবে দুপুর পৌনে ২টার দিকে ট্রেনটির উদ্ধার কাজ শুরু হয়।
ব্রাহ্মণবাড়িয়ার স্টেশনমাস্টার মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা অভিমুখী ৬০১ নম্বর কন্টেইনার ট্রেনটি বেলা ১১টা ১৫ মিনিটে স্টেশন অতিক্রম করে। ট্রেনটি বড়হরণ এলাকায় যাওয়ার পর লাইনচ্যুত হয়। ঘটনার আড়াই ঘণ্টা পর আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে।
তিনি আরও বলেন, উদ্ধার কাজের জন্য ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে আছে। দ্রুতই ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে পড়বে।