মাদারীপুরের ডাসার উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে ডাসার উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ডাসার উপজেলা নির্বাহী কর্মকতা সারমীন ইয়াছমীন এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান,সরকারি শেখ হাসিনা উইমেন্স কলেজের অধ্যক্ষ জাকিয়া সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোঃ মশিউর রহমান, মহিলা বিষায়ক কর্মকর্তা হামিদা খাতুন, ডাসার উপজেলা আ.লীগের আহবায়ক সৈয়দ সাখাওয়াত হোসেন,উপজেলা আনসারও ভিডিপির(ভারপ্রাপ্ত)কর্মকর্তা সৈয়দ আহসানুর রহমান,বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম হাওলাদার,গোপালপুর উনিয়ন চেয়ারম্যান ফরহাদ মাতুব্বর,নবগ্রাম ইউপি চেয়ারম্যান দুলাল তালুকদার, কাজীবাকাই ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ,বালিগ্রাম ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান খান,সনমন্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা ইসরাত ইমাম, ডাসার উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক মোঃ আতিকুর রহমান আজাদ উপস্থিত ছিলেন।
এ সময় নির্বাহী কর্মকর্তা বলেন, ইনশৃঙ্খলা রক্ষার্থে আমাদের প্রত্যেকের সহযোগীতা করা উচিত। আপনাদের সহযোগীতায় বাল্য বিয়ের পরিমান অনেক কমে আসছে। মাদকের সাথে জরিত,এরা সমাজের এবং জাতির শত্রু। প্রশাসনকে তথ্যদিয়ে সহযোগীতা করলে মাদকের ভয়াল থাবা থেকেও সমাজকে রক্ষা করতে পারব। ডাসার উপজেলার সম্মান মানে আপনাদের সম্মান,ডাসারের উন্নয়ন মানে আপনাদের উন্নয়ন। আমি জনপ্রতিনিধি সহ সকল শ্রেনীপেশার লোকের সহযোগীতা চাই।