রংপুরে ২৪ এর আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের “জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন” এর পক্ষ থেকে শহীদ পরিবারে চেক বিতরণ করেন অন্তর্বর্তীকালীন সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ। শনিবার দুপুরে রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে শহীদ পরিবারের প্রতি আর্থিক সহায়তা প্রদান কর্মসূচিতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে কোনো অঞ্চলকে বিবেচনায় নেয়া হয়নি বরং আমরা দেশ নিয়ে চিন্তা করেছি বলে জানিয়েছেন অন্তর্র্বতীকালীন সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ। উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেন, উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে আপনারা আঞ্চলিকভাবে চিন্তা করবেন না, এটা যদি করেন তাহলে নিজেদেরকে ছোট করে ফেলবেন। এক্ষেত্রে আমরা দেশ নিয়ে ভেবেছি অঞ্চল নিয়ে নয়। এই অঞ্চল নিয়ে ভাবনাগুলো আমাদেরকে খুব সংকুচিত করে দেয়। এই জায়গা থেকে বেরিয়ে এসে আপনারা আমাদের ভালোবাসা দেখুন, আন্তরিকতা দেখুন। আর যেখানে আমরা পেরে উঠছি না, কেন পেরে উঠছি না? সেসব নিয়ে আপনারা সমালোচনা করুন, আমরা সেটা থেকে উত্তীর্ণ হতে চেষ্টা করবো। আমি অনুরোধ করবো আপনারা হতাশ হবেন না, অঞ্চল নিয়ে ভাববেন না। তিনি আরও বলেন, মানুষকে শুধু শারীরিকভাবে পুনর্বাসন নয়, কর্মজীবী জীবনে নিয়ে আসতে হবে। এটার জন্য আমাদেরকে সুচিন্তিতভাবে আগাতে হবে। যাতে তাদেরকে বিভিন্ন কাজের মধ্যে সম্পৃর্ক্ত করতে পারি। এইকাজগুলোই আমরা শুরু করবো। ২৪ এর আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের প্রকৃত তালিকা করা হবে বলেও জানান তিনি। এসময় অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতারও উপস্থিত ছিলেন। এর আগে সকাল ১১টায় জুলাই ২৪ এর শহীদ আবু সাঈদের বাড়ি পীরগঞ্জ বাবনপুর গ্রামে তার কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তারা।