চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ একটি বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় নারী-পুরুষসহ ৫ জনকে আটক করেছে। গত বুধবার রাতে দিকে জীবননগর পৌর ৪ নম্বর ওয়ার্ডের মডেল মসজিদপাড়ার হাসান আলীর বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- গোপালগঞ্জ জেলার বিস্মরের বাসিন্দা সনজিতা (২০), সৌরভ (১৯), পরিমল বাড়ুইয়ের ছেলে প্রানোতোষ বাড়ুই (২১), কলারোয়া উপজেলার আব্দুল খালেকের ছেলে মনিরুল ইসলাম (৩৫) এবং একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে মজনু (৪০)। আটককৃতরা জানান, তাদের ভারতে পৌঁছে দেওয়ার জন্য স্থানীয় এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন এবং প্রতিজন ২০ হাজার টাকা পরিশোধ করেন। আটকের আগে তাদের ভারত পাঠানোর জন্য হাসান আলীর বাড়িতে রাখা হয়েছিল। এক নারী ভুক্তভোগী বলেন, ‘আমরা সবাই ২০ হাজার টাকা করে দিয়ে এই চক্রের সঙ্গে যোগাযোগ করি। বুধবার রাতেই আমাদের ভারতে পাঠানোর কথা ছিল।’ এদিকে বাড়ির মালিক হাসান আলী জানান, মহেশপুর উপজেলার পেপুলবাড়িয়া গ্রামের শরিফুল ইসলাম তাকে বলেন, ‘তোর বাড়িতে কিছু লোক আসবে, তুই তাদের দিনটুকু রাখবি, তারপর রাতের বেলা তাদের নিয়ে চলে যাবে। তোর জন্য আমি জনপ্রতি ২০০ টাকা দেব।’ হাসান আলী ওই নির্দেশনা অনুযায়ী আটককৃতদের তার বাড়িতে রেখেছিলেন। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঘটনাটি নিয়ে আমরা পুলিশি তদন্ত শুরু করেছি এবং আটককৃতদের হেফাজতে নেয়া হয়েছে।