হবিগঞ্জ শহরে মোহনপুর ও বহুলা গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত সোমবার রাত ৮টায় সংঘর্ষের ঘটনাটি ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, সন্ধ্যায় তুচ্ছ বিষয় নিয়ে শহরের মোহনপুর এলাকার ইমাদ মিয়ার সঙ্গে পার্শ্ববর্তী গ্রাম বহুলা গ্রামের সুমন মিয়ার বাকবিতণ্ডা হয়। এর জের ধরে দু-গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়েন। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দু’পক্ষের লোকজন বাসস্ট্যান্ড এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়া করে। এ সময় ইটপাটকেল নিক্ষেপে অন্তত ১৫ জন আহত হন। আহতদের কয়েকজনকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রায় ২ ঘণ্টা ধরে দুইপক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে, সংঘর্ষের ঘটনায় তীব্র যানজট সৃষ্টি হয়। প্রায় ২ ঘন্টা যানচলাচল বন্ধ ছিল। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, তুচ্ছ বিষয় নিয়ে দুই যুবকের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এতে দু গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।