প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে ফরিদপুরে নিন্ম আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে ফরিদপুর শহর আওয়ামীলীগের আয়োজনে শহরের ২২ নং ওয়ার্ডের কমলাপুর এলাকায় মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন এফবিসিসিআই এর সাবেক সভাপতি ও ফরিদপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা এ.কে. আজাদ। এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, তিনি এমন একটি সমাজ চেয়েছিলেন যেখানে মানুষের অন্ন, বস্ত্র , বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা সুব্যবস্থা থাকবে, শিক্ষা শেষে ছেলেমেয়েরা চাকরি পাবে। তার সেই স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজ এগিয়ে নিয়ে চলেছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তিনি আমাদের পদ্মা সেতু করে দিয়েছেন। এখন আমরা এই অঞ্চলে কল কারখানা গড়ে তুলবো। সেখানে আপনাদের সন্তানেরা কর্মসংস্থানের সুযোগ পাবে। এ.কে আজাদ বলেন এই সামান্য খাদ্য সামগ্রী আপনাদের জন্য উপহার মাত্র, এটি কোনো সমাধান নয়, সমাধান হলো আপনার সন্তানকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে এবং সেই সন্তান ভবিষ্যতে সংসারের হাল ধরবে। তিনি কষ্ট করে হলেও উপস্থিত সকলকে তাদের সন্তানদের শিক্ষিত করে গড়ে তোলার আহ্বান জানান। ফরিদপুর শহর আওয়ামলীগের ২২ নং ওয়ার্ডের সভাপতি জিনাত হোসেন বিশ্বাসের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের নেতা শহীদুল ইসলাম নীরু, উপদেষ্টা খলিফা কামালউদ্দিন, যুগ্ম সম্পাদক শওকত আলী জাহিদ, শহর আওমীলীগর আহবায়ক মনিরুল হাসান মিঠু, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, এডভোকেট বদিউজ্জামান বাবুল, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুসরাত রসুল তানিয়া, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খান সুলতান রাহাত প্রমুখ। এসময় অতিথিরা নিন্ম আয়ের স্থানীয় ৪০০ মানুষের মাঝে খাদ্য সামগ্রী চাল, ডাল ও তেল বিতরণ করেন।