বৃহস্পতিবার তিনদিন ব্যাপি মধুখালী উপজেলার সকল প্রকার ভাতাভোগীদের লাইভ ভেরিভিকেশন শেষ করা হয়। দেখা যায় ফরিদপুরের মধুখালী উপজেলার মধুখালী সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগীদের লাইভ ভেরিফিকেশন মঙ্গলবার থেকে শুরু হয়েছে। আড়পাড়া ইউনিয়ন পরিষদ এর অস্থায়ী কার্যালয়ে চেয়ারম্যানের বাড়ীতে মঙ্গলবার সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা। এ সময় আড়পাড়া ইউ.পি. চেয়ারম্যান বদরুজ্জামান বাবু জহুরুল হাসান নান্নু, সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী আকলিমা বেগম, ইউনিয়ন সচিব ইকবাল হোসেন, ইউ.পি. সদস্য গন প্যালেন চেয়ারম্যান আঃ রউফ মোল্যা, আলাল শেখ, আবু বাহার এবি, বাবুল হোসেন মৃধা, আলী শেখ, ফরহাদ মন্ডল, দেবদাস সরকার, গ্রামপুলিশগন প্রমুখ উপস্থিত ছিলেন। জানা যায় আড়পাড়া ইউনিয়নে বয়স্ক ভাতা ৫০১, বিধবা -১৪৪ এবং প্রতিবন্ধী ৩৩৭ সহ মোট ৯৮২আছে। এর মধ্যে তিনদিন ব্যাপি বৃহস্পতিবার পর্যন্ত লাইভ ভেরিভিকেশন করা হয় ভাতাভোগীদের উপস্থিতিতে বয়স্ক-৩৭৬জন ,বিধবা-১২৭ এবং প্রতিবন্ধী ২৭৭জন।