রংপুর সিটি কর্পোরেশন ৯ নং ওয়ার্ড, নিউ মাস্টারপাড়ায় লতিফুন্নেছা ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে মৌসুমি ফল কাঁঠাল উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের অংশগ্রহণে এ উৎসবটি পালিত হয়। লেখাপড়ার ফাঁকে মৌসুমি ফলের খাবার পেয়ে শিক্ষার্থীরা আনন্দে মেতে ওঠে। কাঁঠালের পুষ্টিগুণ, ব্যবহার, পরিচর্যা, মানবদেহে কাঁঠালের উপকারিতা প্রভৃতি বিষয়ে নানা তথ্য অভিভাবক ও শিক্ষার্থীদের অবগত করানো হয়। মধুমাসের বাহারি ফলের পরিচিতি আর রসালো স্বাদ এবং তার পুষ্টিগুণের জানান দিতে এমন আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ। এমন উৎসবে অংশ নিতে পেরে খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা।স্কুলের সহকারী শিক্ষক আফরোজা ইয়াসমিন বলেন, কাঁঠাল একটি সুস্বাদু ফল, অনেক শিশুই কাঁঠাল খেতে চায় না। কাঁঠালসহ অন্যান্য মৌসুমি ফল খেতে উৎসাহিত করার জন্যই আমরা স্কুলে ফল ভোজনের আয়োজন করেছি। চতুর্থ শ্রেণির ছাত্র রাসেল অনুভুতি প্রকাশ করতে গিয়ে বলে, “আমি আগে কাঁঠাল ফল খেতাম না। কাঁঠাল ফল আমার অপছন্দের ছিল। আজ থেকে আমি কাঁঠাল ফলের ভক্ত হয়ে গেলাম। আসলেই কাঁঠালের খুব স্বাদখুদে শিক্ষার্থীরা জানায়, “আমাদের স্কুলে কাঁঠাল উৎসবের আয়োজন খুব ভালো লেগেছে। আমরা ফল খেয়ে আনন্দ পেয়েছি এবং কাঁঠাল ফলের স্বাদ ও উপকারিতা সম্পর্কে জানতে পেরেছি”।অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো: কামরুল ইসলাম বলেন, “বর্তমান সময়টা মৌসুমী ফলের মধু মাস। বাতাসে মৌ-মৌ করছে রসালো ফলের ঘ্রাণ। এদিকে হাট-বাজারে ফলের দোকান গুলোতে নানা রকমের ফলের ছড়াছড়ি। বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। রসে টুইটম্বুর কাঁঠালের প্রতিটি কোয়া এবং স্বাদে ভরপুর। আজকের কাঁঠাল উৎসবে খুদে শিক্ষার্থীদের নিজ হাতে কাঁঠলের কোয়া পরম হাতেকলমে খাওয়াতে পেরে খুব ভালো লেগেছে। আগামীতে প্রতি বছরই আমাদের স্কুলে এমন আয়োজন করা হবে।