রংপুরে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মহানগরীর পূজা মন্ডপ কমিটি গুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে রংপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অনুদান হিসেবে ২০ লক্ষ ৮৬ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়। মঙ্গলবার দুপুরে সিটি কর্পোরেশনের সভাকক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর মহানগর শাখার সহযোগিতায় এ অনুদানের চেক বিতরণ করা হয়। রংপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রাণীর সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের সম্পত্তি কর্মকর্তা মোছা: মৌসুম আফরিদা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর মহানগর শাখার সভাপতি (ভারপ্রাপ্ত ) স্বপন ভট্টাচার্য, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রশান্ত কুমার রায়, রংপুর সিটি কর্পোরেশনের প্রধান হিসাব রক্ষক কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ মো: জাহাঙ্গীর কবির শান্ত, হিসাব রক্ষক মোঃ ইমদাদুল হক মুকুল ও সহকারী হিসাব রক্ষক মো:ওয়াসি উদ্দিনসহ রংপুর মহানগর ৩৩ টি ওয়ার্ড বিভিন্ন পূজা মন্ডপের এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর মহানগরীর ৬টি থানার সভাপতি ও সাধারণ সম্পদের বিন্দু উপস্থিত ছিলেন। এ সময় রংপুর মহানগরীর ছয়টি থানার ৩৩ টি ওয়ার্ডে ১৪৯টি পূজা মন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এর নিকট প্রতিটি মণ্ডপ কে ১৪ হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়।সর্বমোট ১৪৯টি মন্ডপে ২০ লক্ষ ৮৬ হাজার টাকা প্রদান করা হয়।