ফরিদপুর সদরের বানিজ্যিক এলাকা কানাইপুরে বৃক্ষরোপন কর্মসূচি শুরু করেছে ব্যাংক সংশ্লিষ্টরা। ‘ভরসার নতুন জানালা’ শীর্ষক কর্মসূচির আওতায় মঙ্গলবার দুপুরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি’র কানাইপুর শাখা ব্যবস্থাপক কে.এম আনিসুর রহমানের সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনায় ইউনিয়নের খাসকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন করা হয়। এসময় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, সাতৈর বাজার শাখা ব্যবস্থাপক সাইফুল ইসলাম, ফরিদপুর শাখার ব্যবস্থাপক (অপারেশন) মো. মঞ্জুর হোসেন, কানাইপুর শাখার ব্যবস্থাপক (অপারেশন) মোহাম্মদ আসিফ হোসেন, সাতৈর বাজার শাখার ব্যবস্থাপক (অপারেশন) মো. পিয়ার আলী, মোঃ জাহিদুল ইসলাম, নিগার সুলতানা, প্রকল্প মাঠকর্মী বিষ্ণুপদ সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় উপস্থিত ব্যক্তিবর্গ তাদের বক্তব্যে বাংলাদেশ সরকার রূপকল্প-৪১ অর্জন ও দেশবাসীর জন্য নিরাপদ ও পুষ্টি সম্পন্ন খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে এক হাজার গাছ রোপণ করার কথা জানান। এক্ষেত্রে তারা কানাইপুর ইউনিয়নকে একটি মডেল হিসেবে তুলে ধরার আগ্রহ প্রকাশ করেন।