ফরিদপুর বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের মুজুর দিয়া বাজার হতে বেড়াদি হাট পর্যন্ত দীর্ঘ প্রায় ৮ কিলোমিটার পাকা রাস্তাটি গত ২০০৯ সালে তৎকালীন জাতীয় সংসদ সদস্য বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুর রহমান ওই সময় তার নির্বাচনের ইস্তাহারের সর্বপ্রথম এই রাস্তাটি পাকা করন করে দেন। বর্তমান এই রাস্তাটি সংস্কার ও মেরামত খুবই জরুরী । অত্র এলাকার হাজার হাজার জনসাধারণের চলাচলের একমাত্র রাস্তা এটি। উক্ত রাস্তা দিয়ে প্রতিদিন শত শত ছেলেমেয়েরা মাদ্রাসা কলেজ ও স্কুলে আসা য়াওয়া করে। সামান্য বৃষ্টি হলেই চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে। মাঝে মাঝে যানবাহন দুর্ঘটনার শিকার হয়। বাংলার গর্ব সোনালী ফসলও খাদ্যশস্য উৎপাদন করার সেই কারিকর এলাকার কৃষক যানবাহন যোগে বিভিন্ন হাটবাজারে কষ্টের ফসল বিক্রয় করার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার একমাত্র উপায় এই রাস্তাটি। উল্লেখ থাকে উক্ত রাস্তাটি মধুখালি উপজেলার কামালদিয়াসহ অত্র এলাকার সংযোগ সড়ক এটি। উক্ত রাস্তাটি এখন এলাকার মানুষের চলাচলের বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে। এলাকাবাসী জনপ্রতিনিধি উপজেলা প্রশাসন সংশ্লিষ্ট দপ্তরের সকলের সদয় দৃষ্টি আকর্ষণ করছে। অত্র এলাকার সাধারণ জনসাধারন ও স্কুল মাদ্রাসা কলেজের ছেলে মেয়েদের চলাচলের জন্য অতি দ্রুত এই রাস্তাটি সংস্কার ও মেরামতের জোড় দাবি জানাচ্ছে।