ইউসেপ রংপুর অঞ্চলের আয়োজিত নিয়োগকর্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন ২০২৩) সকাল ১১ টায় রংপুর চেম্বার অব কমার্স এর সম্মেলন কক্ষে ইউসেপ রংপর অঞ্চলের নিয়োগকর্তা কমিটির সভা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ইউসেপ রংপুর অঞ্চলের নিয়োগকর্তা কমিটির সম্মানিত চেয়ারপারর্সন মোঃ মোস্তফা সোহরাব চৌধুরী টিটু। সভাটি সঞ্চালণ করেন, নিয়োগকর্তা কমিটির সদস্য সচিব ও ইউসেপ রংপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলাম,রংপুর অঞ্চলের সম্মানিত হেড অব টিভিইটি ইনষ্টিটিউট- মোঃ আসাদুজ্জামান মিয়া, সভার শুরুতে পূর্বের নিয়োগকর্তা কমিটি কার্যবিবরণী অনুমোদন, ইউসেপ রংপুর অঞ্চলের ২০২১-২২ সালের অর্জন ও ২০২৩ সালের পরিকল্পনা, ইউসেপ রংপুর অঞ্চলের বিভিন্ন প্রজেক্ট, যাকাত ও (সিএসআর) ফান্ড প্রাপ্তি, আর্থিক ও প্রশিক্ষণ উপকরণ, গরীব ও দুঃস্থ এবং প্রতিবন্ধি ছাত্র/ ছাত্রীদের স্পন্সরশীপ, নতুন উদ্যোক্তা তৈরী পরবর্তী নিয়োগকর্তা কমিটি গঠন সম্পর্কে আলোচনা করা হয়। সভার মুক্ত আলোচনায় পরিচালক রংপুর চেম্বার অব কমার্স মোঃ রিয়াজ শহিদ শোভন বলেন ইউসেপ রংপুর টিভিইটি এমন একটি প্রতিষ্ঠান যেখানে প্রশিক্ষণ নিলে সবাই সাবলম্বী হয়। কিন্তু আমাদের রংপুরের মানুষ মনে করে প্রশিক্ষণ নিলে অনেক আয় করা যাবে ও দ্রুত বড় লোক হওয়া যাবে। পরিচালক রংপুর চেম্বার অব কমার্সের পার্থ বোস বলেন আমাদের অঞ্চলে অনেক উপজাতি ও পিছিয়ে পড়া জনগোষ্টি আছে তাদের প্রশিক্ষণ উপকরন অথবা অন্য কোন ধরনের সাহায্যর জন্য মাননীয় ডিসি স্যারের সাথে আলোচনা করে জাতীয় সংসদের স্পীকার মহোদয়কে ইউসেপ রংপুর অঞ্চল একবার ভিজিট করালে, যেকোন ধরনের সহযোগিতা আসা করা যায়। মাহমুদা খাতুন শরিফা বলেন তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করলে ভাল হবে। উক্ত সভায় কমিটির ভাইস-চেয়ারপারসন মোঃ আজিজুল ইসলাম মিন্টু সহ অন্যান্য সদস্যবৃন্দ, রংপুরের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং ইউসেপ রংপুর অঞ্চলের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, ১৯৭২ সাল থেকে ইউসেপ-বাংলাদেশ সুবিধাবঞ্চিত শ্রমজীবী শিশু কিশোরদের সাধারণ শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ প্রদান এবং প্রশিক্ষণপ্রাপ্ত গ্রাজুয়েটদের কর্মসংস্থানে সহযোগিতা প্রদান করে আসছে।