ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের মধ্য আড়পাড়া গ্রামের ঢাকা-খুলনা মহাসড়কের ধারে অবস্থিত ঐতিহ্যবাহী আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের উত্তর কর্ণারের টিনসেট স্কুল ঘর ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সোমবার ও মঙ্গলবার সন্ধ্যায় বৈরী আবহাওয়া ও প্রচন্ডবেগে কালবৈশাখীর ঘূর্ণি ঝড়ের কবলে পড়ে আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের টিনসেট ঘরটি লন্ড ভন্ড হয়ে যায়। দুমড়ে মোচরে যায় টিন সেটের নির্মিত বিদ্যালয় ভবনটি। বুধবার সরজমিনে গিয়ে দেখা যায়, প্রচন্ড ঘূর্ণিঝড়ের কবলে বিদ্যালয়টি পড়ে যাওয়ায় বিদ্যালয়ের টিন খুলে উড়ে গিয়ে পার বাটাম এর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শিঘ্র ক্ষতিগ্রস্থ স্কুলঘরটি নির্মিত না হলে স্কুলের নিয়মিত প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীর লেখাপড়ার বিঘ্ন ঘটার প্রবল আশংকা রয়েছে। শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীরা জানায়, দ্রুত ক্ষতিগ্রস্থ টিনসেট স্কুল ভবনটি সংস্কার করা না হলে ছাত্র-ছাত্রীদের লেখাপড়া অনিশ্চিত হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মাদ হারুন-অর-রশিদ ও সভাপতি আশরাফুল ইসলাম জিহাদ জানান, কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ক্ষতিগ্রস্থ বিদ্যালয়টি সংস্কার করে পাঠদানের উপযোগী করতে প্রায় ৫ লক্ষাধিক টাকায় প্রয়োজন। তাই বিদ্যালয়টি মেরামত করে পাঠদানের জন্য শিক্ষার্থী ও শিক্ষার্থীর অভিভাবকগন, স্থানীয় সরকার ও উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন।