ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় প্রান গেল মোটরসাইকেল আরোহী তিন বন্ধুর মঙ্গলবার (১৬ মে) প্রায় রাত ৮টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের বাগাট পশ্চিমপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের বাগাট বিশ্বাস পাড়ার বাদশা বিশ্বাসের ছেলে জুবায়ের বিশ্বাস (২০), ইদ্রিস আলী বিশ্বাসের ছেলে নাহিদ বিশ্বাস (২১) ও সর্দার পাড়া মজিবর সরদারের ছেলে হুসাইন সরদার (২০)। হোসাইন সর্দার এইচ.এস.সি পাশ করে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি হবেন। জোবায়ের লোডের ব্যবসা করেন আর নাহিদ বাড়িতে থাকেন। তারা তিন জনই বন্ধু বলে স্থানীয় সূত্রে জানা যায়। বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান খান জানান, তাদের বাড়ি বিশ্বাস ও সর্দার পাড়ায়। ঝড়বৃষ্টির মধ্যে মোটরসাইকেলযোগে কামারখালী ফুলবাড়ী ঋসি বটতলা মেলা থেকে বাড়িতে আসছিলেন তারা। বাড়ির কাছাকাছি আসা মাত্রই ঢাকা-খুলনা মহাসড়কের বাগাট বাগাট পশ্চিমপাড়া নবাব আলীর বাড়ির সামনে ঝড়ে একটি গাছের ডাল চলমান মোটর সাইকেলের সামনে ভেঙ্গে পড়লে অজ্ঞাত গাড়ি তাদের মোটরসাইকেলটি চাপা দেয়। ঘটনাস্থলেই দুজন মারা যান। অপরজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। ঘটনাটি খুবই মর্মান্তিক। এলাকায় ও যার যার বাড়ীতে কান্না ও শোকের ছায়া নেমে এসেছে। করিমপুর হাইওয়ে থানার ওসি এস এম শহিদুর রহমান জানান, তিন জনের লাশ মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। চাপা দেওয়া গাড়িটিকে আটক করা সম্ভব হয়নি। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা বলেন আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। বুধবার সকালে তিনজনের বাড়ীতে গিয়ে পারিবারিক সূত্রে জানা যায় বুধবার আসর নামাজ বাদ বাগাট কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাযা শেষে বাগাট কেন্দ্রীয় গোরস্থানে তাদের লাশ দাফন করা হবে। তাদের আত্নার শান্তির জন্য পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া প্রার্থী। আরও জানা যায় হুসাইন তার পিতা-মাতার একমাত্র সন্তান, জুবায়ের ৩ ভাইয়ের ছোট এবং নাহিদ ২ ভাই ও ৩ বোনের মধ্যে ছোট। এরা সবাই অবিবাহিত।