জামালপুর জেলার সদর থানা পুলিশ ১২০০ বার শত পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারী মুন্জুরুল ইসলাম কাউছার (৩৩) কে গ্রেফতার করেছে জামালপুর সদর থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা গেছে গত ১৭ মে বুধবার জামালপুর সদর থানার এসআই/মোঃ রাসেল মিয়া গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ এর সার্বিক দিক নির্দেশনায় জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ ইমনের সার্বিক তত্ত্বাবধানে এস,আই রাসেল মিয়ার নেতৃত্বে একদল পুলিশ সঙ্গীয় ফোর্সসহ গত ১৭ মে বুধবার রাত্রি ০০.০৫ ঘটিকার সময় অভিযান চালিয়ে জামালপুর থানাধীন শহরের গেইটপাড় এলাকার পুলিশ বক্সের সামনে হইতে আন্তঃজেলা মাদক কারবারী-মোঃ মুঞ্জরুল ইসলাম কাউছার (৩৩) কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গ্রেফতারকৃত মুন্জুরুল ইসলাম কাউছার এর পিতার নাম -মাহফুজুল হক, তার গ্রামের বাড়ি মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের বানিয়াবাড়ী গ্রামে। গ্রেফতারকৃত মুন্জুরুল ইসলাম কাওছার কাছ থেকে ১২০০ (এক হাজার দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে থানা পুলিশ। পরে পুলিশ বাদী হয়ে জামালপুর থানায় একটি মামলা দায়ের করেন। জামালপুর সদর থানার মামলা নং-৫১, তারিখ-১৭/০৫/২০২৩ খ্রি. ধারা-৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।