জামালপুরের সরিষাবাড়ীতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র ও নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদকসহ আহত হয়েছেন অন্তত ৫ জন। গতকাল মঙ্গলবার দুপুরে সরিষাবাড়ী রেলস্টেশন এলাকার প্রেসক্লাব রোডে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ আবদুর রশীদ (ট্রাক) সমর্থক মিঠু মিয়া ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান হেলাল (নৌকা) সমর্থক লুৎফর রহমানের মধ্যে কথা কাটাকাটি হয়। এ খবর ছড়িয়ে পড়লে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রসহ জড়ো হয়। একপর্যায়ে তাদের মনের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও সাবেক পৌর কমিশনার বেলাল হোসেন, মিঠু মিয়া, লুৎফর রহমান, ফারুক হোসেনসহ উভয়পক্ষে অন্তত ৫ জন আহত হন। এব্যাপারে নৌকার প্রার্থী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল অভিযোগ করেন, স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ আবদুর রশীদের লোকজন পরিকল্পিতভাবে প্রথমে সাবেক কমিশনার বেলাল হোসেনের উপর আক্রমণ চালায়। এতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ আবদুর রশীদ পাল্টা অভিযোগে জানান, নৌকার সমর্থকরা ট্রাক মার্কার দুইজন কর্মীর ওপর হামলা চালিয়ে মারধর করে। সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান জানান, নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছিল। তাৎক্ষণিক সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।