সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে প্রভাবশালী মহলের ইন্ধনে অসাধু জেলেরা নিষিদ্ধ কারেন্ট এর কাথা জাল দিয়ে অবাধে জাটকা সহ বিভিন্ন প্রজাতির মাছ কামারখালী গড়াই ও মধুমতি নদীতে শিকার করছে। আর এসব মাছ প্রকাশ্যে হাট-বাজারে বিক্রি হচ্ছে। নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার করায় ইলিশসহ অন্য প্রজাতির মাছের বংশ বিস্তারে বড় বাধা মনে করছেন সচেতন নাগরিকরা । তারা মনে করেন, দ্রুত গড়াই ও মধুমতি থেকে নিষিদ্ধ জাল অপসারণ করে ইলিশ সহ অন্যান্য মাছের বংশবিস্তারে স্থানীয় প্রশাসন কার্যকর ব্যবস্থা নিবে। সরেজমিনে দেখা গেছে, গড়াই ও মধুমতি নদীতে গড়াই ব্রীজের সামনে ও ফুলবাড়ী এবং সালামতপুর পর্যন্ত প্রভাবশালীদের ইন্ধনে অসাধু জেলেরা নিষিদ্ধ কাথা জাল দিয়ে অবাধে মাছ শিকার করছে । থামছে না, এই মাছ শিকার আরও বাড়ছে। তাই এ ব্যাপারে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস এর অভিযান অতি জরুরী বলে সচেতন নাগরিক দাবী করেন।