গত ০৩ মে বুধবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, মোঃ জাহিদ আহসান রাসেল এমপি এর জামালপুরের ইসলামপুর উপজেলায় সফর উপলক্ষে জেলা পুলিশ জামালপুরের পক্ষে ফুলেল শুভেচছা জ্ঞাপন করেন জামালপুর জেলার সুযোগ্য মানবিক ভূষিত পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ। পরে জেলা পুলিশের সুসজ্জিত একটি চৌকস দল মাননীয় প্রতিমন্ত্রী কে গার্ড অব অনার প্রদান করেন। পরে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় শেখ রাসেল মিনি স্টেডিয়াম, ইসলামপুরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল অডিটরিয়ামে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. তানভীর হাসান রুমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এম পি, জামালপুর -শেরপুর সংরক্ষিত মহিলা আসনের এম,পি, হোসনে আরা বেগম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সচিব ড, মহিউদ্দিন আহমেদ, জাতীয় ক্রীড়া পরিষদ সচিব পরিমল সিংহ, প্রকল্প পরিচালক, মোরশেদ মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোক্তার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, দেওয়ানগঞ্জ সার্কেল সুমন কান্তি চৌধুরী এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।