টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভার খাসপাড়া এলাকায় গৃহবধূ মাহফুজার বসতবাড়ীতে গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ধনবাড়ী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম জানান, অগ্নিকান্ডের সংবাদ পেয়ে ধনবাড়ী ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। এসময় ধনবাড়ী থানার ওসি এইচ এম জসিম উদ্দিন তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে উৎসুক জনতা কে দূরে সরিয়ে দিয়ে অগ্নিকান্ড নির্বাপনে সার্বিক সহযোগীতা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হ”েছ গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনাস্থল থেকে ১ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। অগ্নিকান্ডে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডের ঘটনায় বাড়ীর মালিক গৃহবধূ মাহফুজার বাড়ীতে চলছে স্বজনদের কান্নার আজাহারি। ধনবাড়ী পৌর মেয়র মুহাম্মদ মরিনরুজ্জামান বকল ও থানার ওসি এইচ এম জসিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাড়ীর মালিক মাহফুজা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি একজন আসহায় মানুষ রমজানের আগে ধার দেনা করে থাকার একমাত্র সম্বল ঘরটি করেছিলাম। আগুনে শেষ সম্বল ঘরটি পুড়ে ছাই হয়ে গেল। এখন আমার থাকার মতই শেষ সম্বল থাকলো না। আমি এখন সরকারী সহযোগীতা কামনা করছি। পৌর মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকল জানান, অগ্নিকান্ডে মাহফুজা’র ঘরটি পুড়ে বর্ষ হয়েগেছে। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা দ্রুুতই আগুন নেভায়। খবর পাওয়া মাত্রই আমি ছুটে যাই মাহফুজার বাড়ীতে। সরকারী কোন সহযোগীতা করার মত থাকলে তাকে করা হবে।