ইসলামপুর উপজেলা হেড কোয়ার্টার- বকশীগঞ্জ উপজেলা হেড কোয়ার্টার রাস্তার ১৩২২ মিটার চেইনেজে ৭৫.০৬ মিটার দীর্ঘ পিএসসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ ফরিদুল হক খান দুলাল এমপি।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে এ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
জামালপুরের ইসলামপুর হেড কোয়ার্টার -বকশীগঞ্জ উপজেলা হেডকোয়ার্টার রোডে ৬ কোটি ৭৮ লাখ ৮ হাজার ২৪ টাকা ব্যায়ে ব্রিজটি নির্মাণ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম জামান আব্দুল নাসের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম, অধ্যক্ষ জামান আব্দুল নাসের চৌধুরী চ্যালেস, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন স্বাধীন,। পলবান্ধা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান কমল ডিহিদার,ঠিকাদারি প্রতিষ্ঠান এমএইচএন-কেএইচজেভি’র কনস্ট্রাকশনের প্রতিনিধি নাজিম হোসেন নোমান উপস্থিত ছিলেন। উদ্বোধন কালে প্রধান অতিথি বলেন, পথচারী ও জনসাধারণের চলাচলের সুবিধার জন্য ইসলামপুর উপজেলায় হেড কোয়ার্টার -বকশীগঞ্জ উপজেলার হেড কোয়ার্টার রাস্তার ব্রিজটি ভেঙ্গে উন্নত ব্রিজ নির্মাণ করা হলে এ অঞ্চলের জনসাধারণের চলাচলে বিশেষ ভূমিকা পালন করবে।