ঠাকুরগাঁও এসএসসি-২০০০ (আমরাই কিংবদন্তী)’র উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। “বন্ধুরা সব পাশে আছ, অসহায় এর মুখে ফুটাতে হাসি” এই শ্লোগানে ১৮ এপ্রিল মঙ্গলবার ঠাকুরগাঁও সদর উপজেলার মথুরাপুর-১ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ বিতরণ অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও এসএসসি-২০০০ (আমরাই কিংবদন্তী)’র আয়োজনে ঈদ উপহার সমাগ্রী বিতরণে অংশ নেন কিংবাদন্তীর ঠাকুরগাঁওয়ের সদস্য শারমিন আকতার, রিয়াজুল হক রিয়াজ, মো: আজিজার, মিজানুর রহমান, দিলরুবা আকতার স্বর্ণা, আঁখি, প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক আসাদুজ্জামান শামিম ,সহ কিংবদন্তীর অন্যান্য সদস্যবৃন্দ। এ কাজে আর্থিকভাবে সহযোগিতা করেছেন কিংবদন্তীর সদস্য রবিউল আলম, আতিকুর রহমান, সাবিহা, শামসি, সানা সরকার, টফি ইসলাম, সম্রাট শাহজাহান, মাহমুদুল হাসান, এম.ডি মাহাবুব, ডা: নাজমুল হুদা বাপ্পি, জান্নাত মনি, রাজিব মল্লিক, তানজিনা পারভীন, ফাহিমা আফরোজ, মিলি আকতার, আজিজুর রহমান, দিলরুবা আক্তার স্বর্ণা, ডা: আফরিন তানিত, প্যারিস তাসমিনা, কামরুজ্জামান মানিক। এছাড়াও নাম প্রকাশে অনিচ্ছুক কিংবদন্তীর ৯ জন সদস্য আর্থিকভাবে সহযোগিতা করেছেন। এ সময় বিভিন্ন এলাকার শতাধিক দুস্থ ও অসহায় মানুষকে ঈদ উপহার সামগ্রী তুলে দেন কিংবদন্তীর সদস্যরা। উল্লেখ্য, ঠাকুরগাঁও এসএসসি-২০০০ (আমরাই কিংবদন্তীর) পক্ষ থেকে বিভিন্ন সেবামূলক কর্মকান্ড, অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করা হয়। পরবর্তীতে এ সমাজসেবামূলক বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করা হবে বলে জানান সদস্যরা।