৭১ টিভি ও বিডি নিউজ ২৪ এর বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক গোলাম রব্বানী নাদিম এর উপর হামলাকারী সন্ত্রাসীদের শাস্তি এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে জামালপুর প্রেসক্লাবে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ এপ্রিল ) সকাল ১০:৩০ মিনিটে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি চ্যালেন আইয়ের জেলা প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এটিএন নিউজ ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক লুৎফর রহমানের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জামালপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাফি পারভেজ, বাংলাভিশনের সাংবাদিক জাহিদ হাবিব,সচেতন কন্ঠের সম্পাদক বজলুর রহমান,কালের কণ্ঠের সাংবাদিক মোস্তফা মনজু, জামালপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শওকত জামান, সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীর, সহ-সভাপতি (১) সাইদুর রহমান,দি ডেইলি স্টার এর সাংবাদিক শহিদুল ইসলাম নিরব , জেলা সিপিবির সাবেক সভাপতি সাংবাদিক জ্যৌতিষ চন্দ্র এষ, তৌফিকুল ইসলাম শরীফ প্রমুখ।
সাংবাদিক নাদিমের উপর সন্ত্রাসী হামলার এই বিষয়টি সাংবাদিক মহলে উদ্বেগের সৃষ্টি করেছে।
সাংবাদিক নেতারা আরও বলেন, সাংবাদিকরা সমাজ ও দেশের মানুষের জন্য কাজ করেন। দুর্নীতির নিউজ করতে গিয়ে সাংবাদিকরা যখন মারধর কিংবা হামলার শিকার হন, তখন কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন অনেকেই।
তারা বলেন, সাংবাদিকরা গণমানুষের কথা বলেন, সরকারের উন্নয়ন ও নানা অসঙ্গতি তুলে ধরেন। এতে জীবনের ঝুঁকি আছে জেনেও তারা সন্ত্রাসীদের বিরুদ্ধে সোচ্চার থাকেন। কিন্তু বিগত সময়ের সাংবাদিক নির্যাতনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেয়ার কারণে দেশে প্রতিনিয়ত সাংবাদিক নির্যাতন বাড়ছে। আর প্রতিনিয়তই নানান নির্যাতনের শিকার হচ্ছেন সাংবাদিকরা। এতে দেশের বাকস্বাধীনতা খর্ব করা হচ্ছে।প্রতিবাদ সমাবেশ সাংবাদিক নেতারা দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।
এ সময় জামালপুর জেলা ও উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সাংবাদিক নেতারা আরও বলেন, সাংবাদিক নাদিম মুক্তিযুদ্ধের পক্ষের সাংবাদিক তাই নাদিমের ওপর যে হামলার ঘটনা ঘটেছে তা নিন্দনীয়। যারা নাদিমের ওপর হামলা করেছেন তারা শুধু নাদিমের নয়, দেশেরও শত্রু। এ ঘটনার সঠিক তদন্ত শেষে দ্রুত বিচারের আওতায় আনা হোক।
বক্তারা বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং ২৪ ঘণ্টার মধ্যে সাংবাদিক নাদিমের উপর হামলাকারীদের আটকের আল্টিমেটাম, অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন।
প্রসঙ্গত, ১১ এপ্রিল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তিনি পেশাগত কাজ শেষে বাড়ি ফেরছিলেন। বকশীগঞ্জ মধ্যবাজারে এলাকায় পৌঁছালে শাহীনা বেগমের নির্দেশে যুবলীগ কর্মী শামীম, স্বপন, শেখ ফরিদ, হেলালসহ কয়েকজন নাদিমের ওপর হামলা চালায়। পরে আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় তিনি হাসপাতালে ভর্তি হন। পরে বকশীগঞ্জ থানায় ৫ জনকে আসামী করে অভিযোগ দিলে ৬দিন পরেও কাউকে গ্রেফতার করেনি পুলিশ। এদিকে সাংবাদিককে ফাঁসাতে উল্টো অভিযোগ দিয়েছে আসামীরা।