ক্যাম্পাস প্রতিনিধি
জাতীয় সঙ্গীত, এসো হে বৈশাখ গান ও মঙ্গল শোভাযাত্রার মধ্যদিয়ে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাসে মহাসমারোহে বরণ করা হলো বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ।
শুক্রবার (১৪ এপ্রিল) পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাসে জাঁকজমকপূর্ণভাবে পালিত হয় বাংলা নববর্ষ-১৪৩০। পহেলা বৈশাখে কলেজ ক্যাম্পাস থেকে সকাল সাড়ে ৯ টায় মঙ্গল শোভাযাত্রা বের হয়। মঙ্গল শোভাযাত্রায় নেতৃত্ব দেন কলেজটির উপাধ্যক্ষ অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন। শোভাযাত্রাটি ক্যাম্পাসের মুক্তির সনদের সামনে থেকে শুরু হয়ে লক্ষ্মীবাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে ফিরে আসে। মঙ্গল শোভাযাত্রাটির প্রতিপাদ্য ছিল- ‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা।’
মঙ্গল শোভাযাত্রায় সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অফিসার্স কাউন্সিলের সম্পাদক অধ্যাপক মোঃ মোতালিব হোসেনসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী অংশগ্রহণ করেন।
এছাড়াও মঙ্গল শোভাযাত্রায় সামনে থেকে নেতৃত্ব দেন সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার রাহাত মোড়ল এবং সাধারণ সম্পাদক আশিকুর ইসলাম আশিক।