হাবিপ্রবি প্রতিনিধি:
অতীতের পুরোনো জীর্ণতাকে পেছনে ফেলে সুন্দর দিনের প্রত্যাশায় নানা উৎসব-আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরণ করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ।
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে ১৪ এপ্রিল সকাল ১০ টায় একটি বর্ণিল বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি হাবিপ্রবির টিএসসি প্রাঙ্গন হতে শুরু হয়ে প্রশাসনিক ভবনে এসে শেষ হয়। উক্ত শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক, আইকিউএসি এর পরিচালক, শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক, বিভিন্ন হলের হল সুপারসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সাইফুর রহমান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ও জাতীয় দিবস উদযাপন কমিটির সদস্য সচিব প্রফেসর ড. ইমরান পারভেজ অংশগ্রহণকারীদের নববর্ষের শুভেচ্ছা জানান।