বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, নোবিপ্রবি:
বিভিন্ন অপরাধের দায়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২৫ শিক্ষার্থীকে বহিষ্কার- জরিমানা ও সতর্কীকরণ করা হয়েছে। গত ১২ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের সভার সিদ্ধান্তক্রমে এসব শিক্ষার্থীকে বহিষ্কার ও বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়। মঙ্গলবার (১৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আব্দুল বাকী স্বাক্ষরিত আলাদা আলাদা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গত ২২ মার্চ ২০২৩ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল হলের সামনে মাঠের পাশে শিক্ষার্থীদের মধ্যে সংগঠিত মারামারি করার জন্য নিম্নোক্ত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় হতে শাস্তি দেয়া হলো:
(১) আরাফাতুল ইসলাম মুবিন (বিবিএ বিভাগ, শিক্ষাবর্ষ ২০১৫-১৬,) উক্ত শিক্ষার্থীকে এক (০১) বছরের জন্য বহিষ্কার করা হল এবং দশ হাজার টাকা (১০,০০০) জরিমানা সহ উভয় দণ্ডে দণ্ডিত করা হল।
(২) রূপক পাল (ফার্মেসী বিভাগ, শিক্ষাবর্ষ ২০১৮-১৯), উক্ত শিক্ষার্থীকে এক (০১) বছরের জন্য বহিষ্কার করা হল এবং দশ হাজার টাকা (১০,০০০) জরিমানা সহ উভয় দণ্ডে দণ্ডিত করা হল।
(৩) শাহনেওয়াজ (এ.ম্যাথ বিভাগ, শিক্ষাবর্ষ ২০১৮-১৯), উক্ত শিক্ষার্থীকে এক বছর ছয় মাসের জন্য বহিষ্কার করা হল এবং বিশ হাজার টাকা (২০,০০০) জরিমানা সহ উভয় দণ্ডে দন্ডিত করা হল।
(৪) আল আমিন ব্যাপারি (ফার্মেসী বিভাগ, শিক্ষাবর্ষ ২০১৫-১৬), উক্ত শিক্ষার্থীকে এক (০১) বছরের জন্য বহিষ্কার করা হল এবং দশ হাজার টাকা (১০,০০০) জরিমানা সহ উভয় দন্ডে দন্ডিত করা হল।
(৫) মোঃ শাহরিয়ার আকবর (সাইমন) (বিবিএ বিভাগ, শিক্ষাবর্ষ ২০১৭-১৮), উক্ত শিক্ষার্থীকে দশ হাজার টাকা (১০,০০০) জরিমানা করা হল।
(৬) আরিফুল হক তুহিন (আইসিই বিভাগ, শিক্ষাবর্ষ ২০১৭-১৮), উক্ত শিক্ষার্থীকে দশ হাজার টাকা (১০,০০০) জরিমানা করা হল।
(৭) ফেরদৌস কবির মিরাজ (বাংলা বিভাগ, শিক্ষাবর্ষ ২০১৮-১৯), উক্ত শিক্ষার্থীকে দশ হাজার টাকা (১০,০০০) জরিমানা করা হল।
(৮) তানভীর আহমেদ ফাহিম (আইসিই বিভাগ, শিক্ষাবর্ষ ২০১৮-১৯), উক্ত শিক্ষার্থীকে দশ হাজার টাকা (১০,০০০) জরিমানা করা হল।
(৯) ওমর ফারুক (সমুদ্র বিজ্ঞান বিভাগ, শিক্ষাবর্ষ ২০১৮-১৯), উক্ত শিক্ষার্থীকে দশ হাজার টাকা (১০,০০০) জরিমানা করা হল।
(১০) তানভীর হোসেন এ্যানি (বিএমএস বিভাগ, শিক্ষাবর্ষ ২০১৭-১৮), উক্ত শিক্ষার্থীকে দশ হাজার টাকা (১০,০০০) জরিমানা করা হল।
(১১) মোহাম্মদ আবদুল্লাহ আল নোমান (শিক্ষা প্রশাসন বিভাগ, শিক্ষাবর্ষ ২০১৮-১৯), উক্ত শিক্ষার্থীকে দশ হাজার টাকা (১০,০০০) জরিমানা করা হল।
(১২) এস.এম মশিউর রহমান (এ ম্যাথ বিভাগ, শিক্ষাবর্ষ ২০১৮-১৯), উক্ত শিক্ষার্থীকে দশ হাজার টাকা (১০,০০০) জরিমানা করা হল।
(১৩) মিকাত হোসেন সোহাগ (টিএইচএম বিভাগ, শিক্ষাবর্ষ ২০১৮-১৯), উক্ত শিক্ষার্থীকে দশ হাজার টাকা (১০,০০০) জরিমানা করা হল।
(১৪) আমিনুর রহমান পিয়াল (ইএসডিএম বিভাগ, শিক্ষাবর্ষ ২০১৯-২০), উক্ত শিক্ষার্থীকে দশ হাজার টাকা জরিমানা করা হল।
(১৫) নজরুল ইসলাম নাঈম (অর্থনীতি বিভাগ, শিক্ষাবর্ষ ২০১৫-১৬), উক্ত শিক্ষার্থীকে সতর্কীকরণ করার নির্দেশ দেয়া হল এবং উক্ত শিক্ষার্থী ভবিষ্যতে এ ধরণের কোন কর্মকান্ড করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।
উল্লেখ্য, গত ২২ মার্চ বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পকেট গেইট এলাকায় রেস্টুরেন্টের খাবার টেবিলে সিনিয়র-জুনিয়র বসাকে কেন্দ্র করে নোবিপ্রবি ক্যাম্পাসে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় গ্রুপের অন্তত ২০ জন আহত হয়েছিলো।
আরেকটি আদেশে বলা হয়, পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার জন্য নিম্নোক্ত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় হতে শাস্তি দেয়া হলোঃ মাহাদি হাসান (আইএসএলএম বিভাগ, শিক্ষাবর্ষ ২০১৮-১৯), মোঃ রায়হান মাহমুদ (ফার্মসী বিভাগ, শিক্ষাবর্ষ ২০১৯-২০), আবদুল বাসেদ ইমন (আইসিই বিভাগ, শিক্ষাবর্ষ ২০১৮-১৯), মোঃ রাকিবুল ইসলাম (সিএসটিই বিভাগ, শিক্ষাবর্ষ ২০১৯-২০), শাহানারা আক্তার রিমি (মৎস ও সমুদ্র বিজ্ঞান বিভাগ, শিক্ষাবর্ষ ২০২০-২১), অঙ্গন বড়ুয়া (ইংরেজী বিভাগ, শিক্ষাবর্ষ ২০১৭-১৮)। শৃঙ্খলা বোর্ড এর সিদ্ধান্তক্রমে উক্ত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট সেমিস্টারের সকল পরীক্ষা বাতিল সহ ০৬ মাসের জন্য বহিষ্কার করা হলো। উক্ত শিক্ষার্থী পরবর্তী ব্যাচের সাথে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাবে।
অন্য আরেকটি আদেশে বলা হয়, গত ১১ মার্চ ২০২৩ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌফিক আহমেদ খান, বাংলা বিভাগ, রোলঃ ASH2026027M, সেশন: ২০১৯-২০ উক্ত শিক্ষার্থীকে কিছু শিক্ষার্থী কর্তৃক বেধড়ক মারধর করার জন্য নিম্নোক্ত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় হতে শান্তি দেয়া হলো।
তামিম ইবনে মাহবুব (বাংলা বিভাগ, শিক্ষাবর্ষ ২০১৮-১৯), ছয় (০৬) মাস, মেহেদী হাসান (অর্পন) (বাংলা বিভাগ, শিক্ষাবর্ষ ২০১৮-১৯) ছয় (০৬) মাস এবং নাঈম মোস্তফা (শিক্ষা বিভাগ, শিক্ষাবর্ষ ২০১৯-২০) এক (০১) বছরের জন্য বহিষ্কার করা হল।
গত ০২ নভেম্বর ২০২২ বিশ্ববিদ্যালয়ের উপাসনালয়ের সামনে শিক্ষার্থীদের মধ্যে সংঘঠিত মারামারি ও শৃঙ্খলা ভঙ্গ করার জন্য মৃন্ময় কৃষ্ণ সাহা সৌরভ (সমাজবিজ্ঞান বিভাগ, শিক্ষাবর্ষ ২০২০-২১) নামে এক শিক্ষার্থীকে এক (০১) বছরের জন্য বহিষ্কার করা হয়।