ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নে আগুনে পুড়ে যাওয়া বসত ঘরের অসহায় ৫টি পরিবারকে নগদ অর্থ ও নতুন ঘর নির্মান সামগ্রী প্রদান করেছেন উপজেলা প্রশাসন। মঙ্গলবার মধুখালী উপজেলা নির্বাহী অফিসার আশিকুর রহমান চৌধুরী ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে নগদ ৬ হাজার টাকা, ২ বান্ডিল টিন প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম , ইউনিয়নের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান, ইউ.পি. সদস্য নুরুল ইসলাম মল্লিক সহ স্থানীয় অনেকে। জানাগেছে গত সোমবার উপজেলার কামারখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আশ্রয়কেন্দ্রের ৫টি পরিবারের ঘরবাড়ি আগুনে পুড়ে যায়। যার ফলে নিঃস্ব হয়ে যান ৫টি পরিবার । খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার আশিকুর রহমান চৌধুরী, উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) শামীম আরা, চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান, ইউ.পি. সদস্য নুরুল ইসলাম মল্লিক। পরবর্তীতে সমগ্র বিষয়টি অবহিত করলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রান তহবিল থেকে ০২ (দুই) বান্ডিল টিন ও নগদ ৬০০০ (ছয় হাজার) টাকা অনুদান হিসাবে প্রধান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিকুর রহমান চৌধুরী ।