টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলা সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত দেলদুয়ার জমিদার বাড়ি জামে মসজিদ। আবদুল করিম গজনবীর পূর্ব পুরুষরা এ মসজিদ নির্মাণ করেছেন। ১৮৯৪ সালে আবদুল করিম গজনবী জমিদারী পরিচালনার ভার নেন, সেই সাথে সমাজসেবামূলক কাজে আত্মনিয়োগ করেন। মসজিদটি সম্পূর্ণ কড়ি ও শ্বেত পাথরে তৈরী। ২৮ শতাংশ জমির উপর নির্মিত মসজিদের দৈর্ঘ্য ৫৫ ফুট প্রস্থ ৪৮ ফুট এবং উচ্চতা ২৫ ফুট। মসজিদে প্রায় ৩০০ মুসল্লী একত্রে নামাজ আদায় করতে পারে। মসজিদের ভেতরে দেয়ালের কারুকাজ খুবই সুন্দর। শ্বেতপাথরে খোদাই করা কোরআনের আয়াত লেখা রয়েছে দেয়ালের গায়ে। বাইরের দেয়ালেও খোদাই করা আঁকা নানা ধরনের নকশা। মসজিদে ৩টি দরজা থাকলেও নেই কোন জানালা। বড় ৩টি গম্বুজ আছে। ছাদ থেকে এর উচ্চতা প্রায় ২৫ ফুট। চারপাশে ৪টি মূল স্তম্ভ ও ১৬টি ছোট স্তম্ভ শীর্ষে এসে গম্বুরের রূপ নিয়েছে। মসজিদের দেয়ালগুলো বেশ পুরু। এলাকাবাসীর দাবী পুরানো মসজিদটি কালের সাক্ষী হিসাবে দাড়ীয়ে আছে, সরকার যেন দূত সময়ে মধ্যে সংস্কার করে।