টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে হিন্দু ধর্মাবলম্বীদের মহা অষ্টমীর গঙ্গাঁ স্নান অনুষ্ঠিত হয়েছে। মহান সৃষ্টিকর্তার কাছে দেশবাসীর জন্য শান্তি কামনায় প্রার্থনা করেছেন নারী-পুরুষ ভক্ত ও পূণ্যার্থীরা। প্রতিবছরের মতো আজ সকালে উপজেলার খানুরবাড়ির ৩০০ বছরের পুরোনো শ্রী শ্রী কালী মন্দিরে যমুনা নদীর পাড়ে গঙ্গাঁ স্নান উৎসব এবং মেলার আয়োজন করা হয়। গঙ্গাঁ ম্নানে হাজারো ভক্ত ও পূর্ণার্থীদের ঢল আর উপচে ভিড় দেখা যায়। গঙ্গাঁ স্নানকে কেন্দ্রে মেলার আয়োজন করা হয়েছে। মেলায় মিষ্টি জাতীয় খাবার, বাশঁ-বেতের তৈজসপত্র, মাটির তৈরি খেলনা, মাছের দোকান, চিড়া-মুড়ি, দইসহ দোকানিরা তাদের পণ্যের পসরা সাজিয়ে বসেন।