কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে রোহিঙ্গা স্বেচ্ছাসেবক আবদুর রশিদ নিহত হয়েছেন।
আজ বুধবার সকাল ৮ টার দিকে বালুখালী-৮ (পশ্চিম) নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রশিদ উখিয়ার বালুখালী-৮ (পশ্চিম) নম্বর ক্যাম্পের আবুল বশরের ছেলে। তিনি ক্যাম্পটিতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতেন।
অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুনুর রশিদ বলেন, ‘আজ সকাল ৮টার দিকে উখিয়ার-৮ (ওয়েস্ট) নম্বর আশ্রয় শিবিরের স্বেচ্ছাসেবক আব্দুর রশিদকে লক্ষ্য করে একদল দুর্বৃত্ত গুলি করে। খবর পেয়ে এপিবিএনের একটি দল ঘটনাস্থলে পৌঁছলে তারা পালিয়ে যায়। গুলিবিদ্ধ আব্দুর রশিদকে উদ্ধার করে ক্যাম্পে এনজিও পরিচালিত একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’