চুয়াডাঙ্গার দামুড়হুদার পাটাচোরা গ্রামের চুল ব্যবসায়ী আরিফুল ইসলামের ৩১ লাখ টাকা নিয়ে লাপাত্তা হয়ে গেছে ব্যবসায়ী পার্টনার লিটন আলী। এ ঘটনায় ভুক্তভোগী আরিফুল ইসলাম বাদী হয়ে অভিযুক্ত লিটন আলী সহ ৫জন পাটনারের নাম উল্লেখ করে দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। ভুক্তভোগী আরিফুল ইসলাম দামুড়হুদা উপজেলার পাটাচোরা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গত দেড় বছর পূর্বে দামুড়হুদা উপজেলার পাটাচোরা গ্রামের আরিফুল ইসলামের নিকট চুল ব্যবসায়ীক পাটনার উপজেলার কোমরপুর গ্রামের হায়াত আলীর ছেলে লিটন আলী ৩১লাখ ৩২ হাজার টাকা নেন। সেসময় ওই টাকা দিয়ে লিটন আলী চুল কিনে তা থেকে লাভ করে। ভুক্তভোগী লিটন আলী মূল টাকা বাদে ব্যবসায়ীক লভ্যাংশের অর্ধেক টাকা চাইলে সে (পার্টনার লিটন) বলে ব্যবসা বড় হোক তারপর দেবো। এক পর্যায়ে ভুক্তভোগীর মুল টাকা সহ লভ্যংশের পরিমাণ হয়ে দাড়ায় ৬০লাখ। ওই সময় ভুক্তভোগী জানতে পারে আরো ৫জন সাইড পার্টনার নিয়ে লিটন আলী ব্যবসা পরিচালনা করছে। লিটন অন্যান্য বিবাদীদের প্ররোচনায় ভুক্তভোগী কে টাকা ফেরত দিতে বিভিন্ন ভাবে কালক্ষেপন করতে থাকে। একপর্যায়ে টাকা ফেরত দিবে না বলেও সাফ সাফ জানিয়ে দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। মঙ্গলবার মামলার তদন্তকারী অফিসার দামুড়হুদা মডেল থানার এসআই শামীমা আক্তার জানান,এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি।বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।