ময়মনসিংহের গৌরীপুরের কন্যা স্মৃতি রানী পালকে নির্মম ভাবে গাজীপুরের শ্রীপুরে কুপিয়ে হত্যার প্রতিবাদে গৌরীপুরে আমরা গৌরীপুরেবাসীর ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে গৌরীপুর কালিখলা কৃষ্ণচূড়া চত্বরে স্মৃতি রানি পালের স্বজন ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশ গ্রহনে ঘন্টাব্যাপি এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে গৌরীপুর সতিষা যুব কিশোর সংঘের সাধারণ সম্পাদক রইছ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, গৌরীপুর পুজা উদযাপন কমিটির সভাপতি রতন সরকার, গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি কমল সরকার, সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার রবিন, সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, কোষাধ্যক্ষ শামিম খান, গৌরীপুর হিন্দু বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব মন্ডল, গৌরীপুর কালিখলা মন্দিরের সাধারণ সম্পাদক শংকর ঘোষ পিলু, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক এইট টি তোফাজ্জল। মানববন্ধনে পরিকল্পিতভাবে নৃশংশ হত্যাকান্ডের মামলাটি দ্রুত বিচার ট্রাইবুনালে স্থানান্তর করে আসামীদের সর্বোচ্চ শাস্তির জুড়ালো দাবী জানান। স্মৃতির স্বজনরা জানান, স্মৃতির স্বামী কাব্য সরকার ছোটবেলা থেকেই তার মামার বাড়ি শ্রীপুরের বরমীতে বসবাস করেন। আড়াই বছর আগে পারিবারিক সম্মতিতে তাদের মধ্যে বিয়ে হয়। বছর খানেক পর তাদের সংসারে একটি ছেলে সন্তানের জন্ম হয়। নিহত স্মৃতি রাণী পাল ময়মনসিংহের গৌরীপুর উপজেলার দৌলতপুর গ্রামের সুনীল পালের মেয়ে। গত সোমবার রাত সাড়ে ৯ টা থেকে পৌনে ১০ টার মধ্যে গাজীপুর শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরমী বাজারের কামারপট্টি এলাকার মৃত গোপাল মিস্ত্রির বাড়িতে এ ঘটনা ঘটে। তবে কী কারণে কে বা কারা তাকে হত্যা করেছে তার সঠিক রহস্য উদঘাঠন হয়নি। এঘটনায় স্বামী কাব্য সরকার সহ তিনজনকে শ্রীপুর থানা পুলিশ গ্রেফতার করেছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।