রংপুরের বদরগঞ্জ উপজেলায় স্ত্রীকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী রশিদুল হককে (৩৮) ঢাকা থেকে গ্রেফতার করেছে র্যা ব। গত সোমবার সন্ধ্যায় ঢাকার খিলক্ষেত থেকে তাকে গ্রেফতার করা হয়। গতকাল মঙ্গলবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যা ব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সালমান নূর আলম। র্যা ব জানায়, গত ১৮ অক্টোবর রংপুরের বদরগঞ্জে স্ত্রী মোছা. আঞ্জুয়ারা বেগমকে পিটিয়ে হত্যা করেন স্বামী রশিদুল হক। তিনি স্ত্রী আঞ্জুয়ারাকে কারণে অকারণে শারীরিক নির্যাতন করতেন। নির্যাতনের প্রতিবাদ করলে প্রাণে মারার হুমকি দেওয়া হতো। একপর্যায়ে আঞ্জুয়ারা ভয় পেয়ে চাচার বাড়িতে চলে যান। পরবর্তী সময়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় তাদের মধ্যে মীমাংসা হয় এবং স্বামীর বাড়িতে ফিরে আসেন আঞ্জুয়ারা। এরপর গত ১৮ অক্টোবর স্বামী রশিদুল হক ও তার সহযোগীরা লোহার রড দিয়ে পিটিয়ে আঞ্জুয়ারাকে হত্যা করেন। এরপর মরদেহ বস্তায় ভরে খাটের নিচে লুকিয়ে রাখেন। এ ঘটনায় বদরগঞ্জ থানায় রশিদুল হককে প্রধান আসামি করে একটি হত্যা মামলা করেন আঞ্জুয়ারার চাচা মো. মশিয়ার রহমান। এরই ধারাবাহিকতায় রংপুর র্যা ব-১৩, ও র্যা ব-১ বিভিন্ন তথ্য-উপাত্ত পর্যালোচনা করে এবং গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় ঢাকার খিলক্ষেত থেকে রশিদুল হককে গ্রেফতার করে। গ্রেফতার রশিদুল বদরগঞ্জের শিবপুর এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।