ছাত্রদল প্রতিহিংসা নয় ইতিবাচক রাজনীতিতে বিশ্বাস করে। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে ইতিবাচক রাজনীতি নিয়ে আলোচনা চলছে। সেই ইতিবাচক রাজনীতিকে স্বাগত জানিয়ে সাধারণ শিক্ষার্থীদের মতামত নেওয়ার জন্য বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের সাথে আমরা আলোচনা করছি। বুধবার সকাল ১১টায় মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় ও লিফলেট বিতরণ কালে এ মন্তব্য করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। এ সময় তিনি আরো বলেন, কল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণে ও শিক্ষার্থীবান্ধব মেধাভিত্তিক একটি ছাত্র রাজনীতি বিনির্মাণে সাধারণ শিক্ষার্থীদের জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটি সিদ্ধান্তের আলোচনায় অংশীদার করতে চাই। এ সময় তিনি মাগুরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালী ৪ ও ৫ আগস্টে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের হামলায় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি হত্যা সহ অন্যান্য হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের পিতা মাশরুর রেজা কুটিল কে আসামি না করা ও এ সকল মামলার কোন আসামি এখনও গ্রেফতার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। হত্যার ঘটনায় সাকিব আল হাসান এর পিতা মাশরুর রেজা কুটিল, সাবেক এমপি সাইফুজ্জামান শিখর ও বীরেন শিকদার সহ অন্যান্য আসামিদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি জানান কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাছির। ছাত্র আন্দোলনে চার-পাঁচ আগস্টের ঘটনায় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি, চট্টগ্রামের শিক্ষার্থী ফরহাদ হোসেনসহ মোট ১০ জন শহীদ হন। এ সকল পরিবারের সাথে সাক্ষাৎ করে তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তিনি। মাগুরা সোহরাওয়ার্দী কলেজে সাধারণ শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বিচারে হত্যা, ধর্ষন, দখলদারত্বসহ সন্ত্রাসী ও নৈতিকতা বিরোধী কর্মকান্ডের জন্য ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সেটি আইনি বিষয়। তাদের বিতাড়িত করা লাগেনি। তারা নিজেরাই বিতাড়িত হয়েছেন। ছাত্রদল প্রতিহিংসা নয় ইতিবাচক রাজনীতিতে বিশ্বাসী। তারা কাউকে পরীক্ষায় অংশগ্রহ বা ক্লাসে প্রবেশে ক্ষেত্রে কাউকে বাধা প্রদান করছেন না বলে জানান তিনি। এ সময় মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক শাহানাজ পারভীন, মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক এস এম আবু তাহের সবুজ সহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা।