বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) প্রধান কার্যালয়, ঢাকায় উপকরণ শাখা, প্রশাসন বিভাগের আয়োজনে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহযোগিতায় সোমবার সকালে অগ্নি প্রতিরোধ, নির্বাপণ, উদ্ধার ও জরুরি বহির্গমণ বিষয়ক দুই দিনব্যাপী (০৪ ও ০৫ নভেম্বর) প্রশিক্ষণ ও মহড়া কোর্সের শুভ উদ্বোধন করা হয়। বিসিকের সম্মানিত চেয়ারম্যান জনাব আশরাফ উদ্দীন আহাম্মদ খান (অতিরিক্ত সচিব) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সটির শুভ উদ্বোধন করেন। রাজধানীর তেজগাঁওস্থ বিসিক প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে প্রশিক্ষণ কোর্সটি অনুষ্ঠিত হয়। বিসিকের ৪০ জন কর্মকর্তা ও কর্মচারী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কোর্সটির উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিসিকের সম্মানিত পরিচালকবৃন্দ, বিসিক প্রশিক্ষণ ইন্সটিটিউট (বিটিআই) এর অধ্যক্ষ, বিসিক আঞ্চলিক পরিচালক, ঢাকা এবং প্রশিক্ষণ প্রদানকারী ফায়ার সার্ভিসের সম্মানিত প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব তারানা জাহান তানিয়া, উপব্যবস্থাপক (উপকরণ শাখা), বিসিক প্রধান কার্যালয়, ঢাকা।