রংপুর থেকে প্রকাশিত ১ম প্রতিষ্ঠা বার্ষিকীতে “দৈনিক সকালের বাণী” পরিবারের সবাইকে অভিনন্দন জানিয়েছেন পত্রিকার গঙ্গাচড়া প্রতিনিধি মাহফুজ। সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। দেশে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ব্যাপক সম্প্রসারণের মধ্য দিয়ে তথ্যনির্ভর সমাজ গঠনের পথ এগিয়ে নিচ্ছে সরকার। দেশে গণতন্ত্রের বিকাশ, লালন ও পরিচর্যায় গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। সকালের বাণী রংপুরের বিভাগের প্রান্তিক খবরের পাশাপাশি রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার কৃষি, অর্থনীতি, উন্নয়ন সম্ভাবনা, মানবিক, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিসহ সমাজের অসংহতি তুলে ধরে আসছে যা আগামীতেও অব্যাহত থাকবে। অবহেলীতি মানুষের কথা সমাজের বিভিন্ন ক্রান্তিকালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সকালের বাণী। অতীতের ধারাবাহিকতায় সাহসী, বস্তুনিষ্ঠ, গঠনমূলক সংবাদ প্রচারে ও নির্ভীক সাংবাদিকতা চর্চায় “দৈনিক সকালের বাণী”র ভূমিকা প্রশংসার দাবি তুলে ধরে বক্তব্য রেখেছেন বিভিন্ন পত্রিকার সাংবাদিক বৃন্দ। রংপুর থেকে প্রকাশিত এই পত্রিকায় গঙ্গাচড়া প্রতিনিধি হিসেবে যিনি কাজ করছেন, তিনি এই প্রশংসা অব্যাহত রাখবেন বলে আশা ব্যক্ত তথা সাংবাদিকতার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্না। গতকাল সোমবার বিকেলে উপজেলা প্রশাসনিক কনফারেন্স কক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা তুলে ধরেন আমন্ত্রিত অতিথিরা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্না , উপজেলা সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান চয়ন, উপজেলা ত্রাণ কর্মকর্তা সজীবুল করিম, উপজেলা এলজিইডি কর্মকর্তা মজিদুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোসাদ্দেকুর রহমান, দৈনিক সকালের বানী পত্রিকার বার্তা সম্পাদক ইকবাল সুমন,গঙ্গাচড়া সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখের মিঞা ,আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক,গঙ্গাচড়া প্রেসক্লাবের সভাপতি সাজু আহমেদ লাল, সহ-সভাপতি কমলা কান্ত রায়, সাধারণ সম্পাদক আলী আরিফ সরকার রিজু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারী স্বপন,রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুল আলীম প্রামাণিক, প্রেসক্লাব গঙ্গাচড়ার সাধারণ সম্পাদক বাবুল মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল বারী দুলাল, বাংলাদেশ প্রেসক্লাব শাখার সাধারণ সম্পাদক মজমুল হক, দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি নুরুল হুদা নাহিদ, দৈনিক বাংলা পত্রিকার প্রতিনিধি রিয়াদুন্নবী রিয়াদ, ঢাকা প্রতিদিন পত্রিকার প্রতিনিধি সবুজ মিয়া,কামরুজ্জামান লিটন, মাছুদুর রহমান শিমু, সাদেকুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক সকালের বানী পত্রিকার প্রতিনিধি মাহফুজার রহমান মাহফুজ। আলোচনা শেষে কেক কেটে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।