কক্সবাজারের টেকনাফে সাড়ে ১০ কেজি স্বর্ণের বার, বাংলাদেশী নগদ ৪,৭৮,২৪০ টাকা, এবং মিয়ানমার মুদ্রা ২,২৯,৫০০ কিয়াতসহ ২ জনকে আটক করেছে বিজিবি। আটককৃত স্বর্ণের বাজার আনুমানিক মূল্য ১১ কোটি ৫২ লাখ টাকা। গত মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহি উদ্দীন আহম্মেদ। তিনি জানান, চোরাকারবারীরা মিয়ানমার থেকে স্বর্ণ ও মাদকের একটি বড় চালান টেকনাফ পৌরসভাস্থ অলিয়াবাদ এলাকায় একটি বাড়ীতে মজুদ রেখেছে, এমন খবরের ভিত্তিতে গতকাল সোমবার রাতে ওই বাড়ীতে অভিযান চালানো হয়। এসময় বিভিন্ন প্রকার স্বর্ণালংকার ও স্বর্ণের বার, বাংলাদেশী নগদ ৪,৭৮,২৪০/- টাকা, মিয়ানমার মুদ্রা ২,২৯,৫০০ কিয়াত এবং ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এসময় চোরাচালানী চক্রের সদস্য ২ জন মিয়ানমার নাগরিককে আটক করা হয়। আটককৃতরা হলেন, মিয়ানমারের মংডু সোদাপাড়া গ্রামের হাফিজুর রহমান (২৮) ও আনোয়ার (৩০)। উদ্ধারকৃত স্বর্ণালংকার ও স্বর্ণের বার, বাংলাদেশী নগদ টাকা এবং মিয়ানমার মুদ্রা কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় ট্রেজারী শাখায় জমা দেয়া হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহি উদ্দীন আহম্মেদ।