ব্রাহ্মণবাড়িয়া সরাইলে সদর ইউনিয়ন সাহাপাড়া ইয়াছিন মিয়ার বাড়ির পুর্বপাশে খালের ওপড় ব্রিজ আছে কিন্তু দুপাশে কোনো সড়ক নেই। সড়কবিহীন ব্রিজটি অকেজো হয়ে পড়ে আছে।সংশ্লিষ্ট বিভাগের বিরুদ্ধে অনর্থক সরকারি টাকা অপচয়ের অভিযোগ উঠেছে। এছাড়া ওই সড়ক দিয়ে চলাচলকারীরা রয়েছে ভোগান্তিতে।(৪ নভেম্বর) সোমবার বিকেলে সরেজমিন জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের সাহাপাড়া গ্রামে ইয়াছিন মিয়ারবাড়ির পুর্ব পাশে খালে ব্রিজ নির্মাণ হয়। ব্রিজের উপর অংশে লেখা আছে।বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। কন্ডুইট/ ওয়াটার পাস স্ট্রাকচার নির্মাণ। বাস্তবায়নে বিএডিসি সেচ বিভাগ। ঠিকাদার প্রতিষ্ঠান – মের্সাস ইফা ট্রেডার্স। অর্থবছর- ২০২০- ২০২১, সাহাপাড়া যাওয়ার পথে রাস্তার পাশেই চোখে পড়বে এই সংযোগ সড়কটির গাইড অংশবিহীন ব্রিজটির। ব্রিজটির মূল অংশের কাজ শেষ হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো পরিকল্পনা নেই দুই পাশের সংযোগ গাইড অংশের কাজ শেষ করার।ব্রিজের এই রাস্তা দিয়ে বেশ কয়েকটি পাড়ার মানুষ চলাচল করে প্রতিনিয়ত।
স্থানীয় আদিল মিয়াও ডালিম মিয়া জানান, অনেক দিন আগে এ খালের উপর বৃষ্টি করেছে। একদিনের জন্য এই এলাকার ব্রিজের উপর দিয়ে যাওয়া আসা করতে পারেনা। এইভাবে খালের উপর ব্রিজ দাঁড়িয়ে আছে। কেন বা-কি কারণে কর্তৃপক্ষ এই ব্রিজ করলেন। এলাকার মানুষের কোন কাজই আসছে না ব্রিজটি।
সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেজবা উল আলম ভূইঁয়া বলেন, ব্রিজের খোঁজ-খবর নিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।