ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১৭৫ কেজি জাটকা জব্দ করা হয়েছে। মঙ্গলবার সকালে পৌর শহরের বড়বাজারের মৎস্য আড়তে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়। পরে এসব জাটকা বিভিন্ন মাদ্রাসায় বিলিয়ে দেওয়া হয়। একই অভিযানে তিতাস নদ থেকে চারটি ভরা জাল ও ২০টি রিং জাল জব্দ ও নদে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখা বাধ অপসারণ করা হয়। জব্দ করা জালের মূল্য প্রায় পাঁচ লাখ টাকা। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজালা পারভীন রুহি অভিযানে নেতৃত্ব দেন। এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রওনক জাহান, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. রেজাউল করিমসহ থানা পুলিশ উপস্থিত ছিলেন। গতকাল সকাল ছয়টা থেকে বেলা ১১টা নাগাদ এই অভিযান চলে। অভিযান চলাকালে তিতাস নদে বিপুল সংখ্যক জীবন্ত কাঁকড়া ও শামুক অবমুক্ত করা হয়।