নবীনগর জুয়েলারি ও তেলের দোকানে ভ্রাম্যমান আদালতে অভিযাননবীনগর জুয়েলারি ও তেলের দোকানে ভ্রাম্যমান আদালতে অভিযান
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার পৌরসভার সদর বাজারে জুয়েলারি দোকানে ও উপজেলার রসুল্লাবাদ বাজারে তেলের দোকানে আজ সোমবার মোবাইলকোর্ট পরিচালনা করা হয়েছে।নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার( ভূমি) অবাক আবু মুছা এই মোবাইল কোর্টের নেতৃত্ব দেন,।
নবীনগর পৌরসভার বিভিন্ন জুয়েলারি দোকানে অভিযানের সময় দোকান মালিক গন সরকার নির্ধারিত ওজন স্কেলে স্বর্ন বিক্রয় করছেন না। এজন্য অভিযুক্ত ২টি দোকান মালিককে “ওজন ও পরিমাপ মানদন্ড আইন,২০১৮” এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অপরদিকে উপজেলার রসুল্লাবাদ বাজারের ২টি সরিষার তেলের মিলে অভিযান পরিচালনা করা হয়েছে। মিল দুটির কোনটিরই বিএসটিআই এর অনুমোদন না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে তেল উৎপাদন এবং তেলের মান নিচ্শিত না করে, কোন রকম লেবেলিং ছাড়াই বাজারজাত করে আসছে। এজন্য ২টি মিলের মালিককে “ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮” এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ১লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বিএসটিআই, কুমিল্লা এবং নবীনগর থানা পুলিশ মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি,)আবু মুসা বলেন,জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।